এখন পড়ছেন
হোম > Uncategorized > অবশেষে প্রাথমিক শিক্ষকদের চাকরি বাঁচাতে পদক্ষেপ, এই কাজ করতে চলছে রাজ্য!

অবশেষে প্রাথমিক শিক্ষকদের চাকরি বাঁচাতে পদক্ষেপ, এই কাজ করতে চলছে রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্যের 36 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার কথা জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার এই নির্দেশকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। তবে এই বিপুল অংকের শিক্ষক-শিক্ষিকাদের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে চিন্তায় পড়ে যান একাংশ। সকলেই প্রশ্ন করতে শুরু করেছিলেন, এবার কি পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য! এই নির্দেশের বিরুদ্ধে তারা কি আবার আদালতের দ্বারস্থ হবে, নাকি এই নির্দেশকে মেনে নেবে!

 

তবে অবশেষে এই ব্যাপারে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, ইতিমধ্যেই পর্ষদকে মামলা করার ব্যাপারে অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। যার ফলে এবার যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশে বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তা বলার অপেক্ষা রাখে না।

 

সূত্রের খবর, এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা করার ব্যাপারে অনুমতি দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। তবে পর্ষদের পক্ষ থেকে আগামীকালই এর শুনানি করবার জন্য আবেদন করা হয়েছে। বলা বাহুল্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই নিয়োগ দুর্নীতি নিয়ে আরও বেশি করে সোচ্চার হতে শুরু করেছিল বিরোধীরা। যেখানে অ্যাপিটিউড টেস্ট ছাড়াই কি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন।

 

আর এই পরিস্থিতিতে এবার সেই 36 হাজার চাকরি বাতিলের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে আদালতের দ্বারস্ত হয়ে মামলা করার অনুমতি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে শেষ পর্যন্ত এই মামলায় কার জয় হয়, কি হয় 36 হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!