এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মহামেডান কোচের দায়িত্ব নিয়ে বড় পদক্ষেপ! তীব্র উত্তেজনা ফুটবলপ্রেমীদের মনে।

মহামেডান কোচের দায়িত্ব নিয়ে বড় পদক্ষেপ! তীব্র উত্তেজনা ফুটবলপ্রেমীদের মনে।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- মহামেডান স্পোর্টিং ক্লাবের ওপর থেকে সমস্যার ফাঁড়া যেন আর কাটতেই চাইছে না। বস্তুত কিছুদিন আগেও ক্লাব কর্তা ওয়াসিম আকরামের সঙ্গে ঝামেলা হয়েছিল ক্লাব কর্তাদের। সেই প্রসঙ্গে ক্লাব থেকে ইস্তফা দেবেন বলেও জানিয়ে দিতে দেখা গিয়েছিল তাঁকে। বস্তুত, ওয়াসিম আকরাম ক্লাবের নতুন ইনভেস্টরসের খোঁজে সমস্ত প্রচেষ্টা চালিয়ে গেলেও ক্লাবের পুরনো কর্মকর্তারা নাকি তাঁকে সেই কাজে বাধা দিচ্ছেন বলে সমর্থকদের মনে বিক্ষোভ চরমে পৌঁছতে দেখা গিয়েছিল।

জানা গেছে, মোহনবাগান ইস্টবেঙ্গলের মতই নিজেদের ইনভেস্টর নিয়ে ওয়াসিম আকরাম বেশ ইতিবাচক মনোভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন। সেই মতো একটি সংস্থার সঙ্গে সেই নিয়ে কথাও হলেও শেষমেশ সেখানে নাকি বাধা দেন ক্লাবের পুরনো কর্মকর্তারা। তবে সেই নিয়ে প্রথমে দ্বন্দ্ব তৈরি হলেও পরবর্তীকালে নাকি হঠাৎই কোন এক চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই জেরার মুখে পড়তে হয় ওয়াশিম আকরামকে। তাই স্বভাবতই ঘরে-বাইরে এই সমস্যা সামলাতে ইনভেস্টরদের দিক থেকে পিছিয়ে পড়তে হয়েছিল তাঁকে।

তবে পরবর্তীকালে তিনি অভিযোগ করেছিলেন যে ক্লাব যাতে ইনভেস্টরস না পায়, সেই কারণেই পুরনো কর্মকর্তারা চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ এনেছে এবং নিজের ঘনিষ্ঠমহলে ক্লাবের পদ থেকে নাকি ইস্তফা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। এর প্রতিবাদে ক্লাবের সামনে প্রায় ৫০০ সমর্থক প্রতিবাদী ব্যানার হাতে করে পুরনো ক্লাব কর্তাদের পদত্যাগের দাবি তোলেন। তার মধ্যে সবথেকে বেশি বিক্ষোভ দেখান ব্ল্যাক প্যান্থার নামে ক্লাব সমর্থনকারী একটি ফ্যান ক্লাব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সব বাঁধা কাটিয়ে শেষমেষ আই লিগ সেকেণ্ড ডিভিশনে পৌঁচেছে তারা। সেখানে প্রথম ম্যাচে গারওয়াল এফসির বিরুদ্ধে প্রায় ৯০ মিনিট অপেক্ষা করার পর মাত্র ১ গোলে জয় পেতে দেখা জয় মহামেডানকে। আর রবিবারের ম্যাচে আচমকাই দলে পরিবর্তন আসে। এদিন এফসির বিরুদ্ধে ম্যাচটি ৪-১ গোলে জয় করে মহামেডান। এদিন গোল করতে দেখা যায় প্লাজা, নেপালি স্ট্রাইকার অভিষেক রিজাল (‌২) এবং শেখ ফৈয়াজকে।‌ তবে সমস্ত খুশির আনন্দকে ফিকে করে দেয় অভাবনীয় একটি খবর।

ম্যাচের পরই আচমকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহামেডানের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান ইয়ান ল। এদিন তিনি সোশাল মিডিয়ায় বলেন যে, তাঁকে কোচিং করানোর সুযোগ দেওয়ার জন্য মহামেডানকে অনেক ধন্যবাদ। কিন্তু এই পরিস্থিতিতে তাঁর পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না‌, তাই তিনি কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। সেই সঙ্গে পরের দু’‌টি ম্যাচ এবং ভবিষ্যতে আই লিগ ও আইএসএলের জন্য ক্লাবকে অনেক শুভেচ্ছাও জানাতে দেখা গেছে তাঁকে।

খেলোয়াড়দেরও তাঁদের ভবিষ্যতের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করার আশা রাখতেও দেখা গেছে তাঁকে। তবে যদিও তিনি কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সেই সম্পর্কে কিছু জানাননি, তবে ক্লাব-কর্তাদের সঙ্গে মনমালিন্যের কারণেই যে তিনি কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সেই কথা জানা গেছে। এই প্রসঙ্গে আবার ক্লাবের তরফ থেকেও বিবৃতি দিয়ে ইয়ান ল-এর সঙ্গে সম্পর্কছেদের কথা জানানো হয়েছে বলেও তথ্য সূত্রে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!