এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মনোনয়নে বাধার অভিযোগ ভিত্তিহীন, অশান্তির মাঝেই বড় দাবি অভিষেকের !

মনোনয়নে বাধার অভিযোগ ভিত্তিহীন, অশান্তির মাঝেই বড় দাবি অভিষেকের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে দিকে দিকে পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা। বেশিরভাগ জায়গাতেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে বিরোধীদের বাধা দেওয়ার। ইতিমধ্যেই সেই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে প্রতিবাদ জানাচ্ছেন তারা। আর এই পরিস্থিতিতে বিরোধীদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার যে অভিযোগ তোলা হচ্ছে, তাকে ভিত্তিহীন বলে দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাঝেই বিরোধীদের অভিযোগকে অস্বীকার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার যে অভিযোগ তুলছে, তা একেবারেই ঠিক নয়। যদি তাই হত, তাহলে বিরোধীরা কি করে গোটা রাজ্যে 80 হাজার মনোনয়নপত্র জমা দিল! যেখানে তৃণমূল কংগ্রেস জমা দিয়েছে মাত্র 10 হাজার মনোনয়ন পত্র।” তবে মনোনয়ন পর্ব জমার শেষ দিনেই তৃণমূল তাদের মনোনয়নপত্র জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানিয়ে দিয়েছেন এই শীর্ষ নেতা।

বলা বাহুল্য, গোটা রাজ্য জুড়ে বিরোধীদের একটাই অভিযোগ, তৃণমূল মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে। যাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা উত্তপ্ত হতে দেখা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে প্রত্যেকটি বিরোধী দলের জমা দেওয়া মনোনয়ন পত্রের সংখ্যার কথা তুলে ধরে সেই অভিযোগকে কার্যত খণ্ডন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!