এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “যাদের আটকেছে, আধার কার্ড নিয়ে কলকাতায় আসুন” সুকান্তর হাতে হাত রেখে আহ্বান শুভেন্দুর!

“যাদের আটকেছে, আধার কার্ড নিয়ে কলকাতায় আসুন” সুকান্তর হাতে হাত রেখে আহ্বান শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মনোনয়ন পর্ব শুরু হলেও দিকে দিকে তৈরি হয়েছে অশান্তি। বিভিন্ন জায়গায় বিডিও অফিসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি প্রার্থীদের আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের দপ্তরে এসে রাজ্য সভাপতির হাতে হাত রেখে সমস্ত বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে বড় আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে থেকে তার আহ্বান, আমি রাজ্য সভাপতির সামনে দাঁড়িয়ে বলছি, যাদেরকে বিডিও অফিসে আটকে দেওয়া হয়েছে, আপনারা আধার কার্ড নিয়ে আগামীকাল চলে আসুন কলকাতায়। আমরা এখানে নমিনেশন করাব।

প্রসঙ্গত, দিকে দিকে বিরোধী প্রার্থীদের বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ নিয়ে এদিন নির্বাচন কমিশনের দপ্তরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরে বসিরহাটে বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়ে সেই সমস্ত প্রার্থীদের নিয়ে সেই কমিশনের দপ্তরের বাইরে চলে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই দুজনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যারা জেলায় জেলায় বাধাপ্রাপ্ত, তাদের মনোনয়নপত্র দিতে কোলকাতায় আসার আহ্বান জানান রাজ্যের বিরোধী দলনেতা।

আর তারপরেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাতে হাত রেখে শুভেন্দু অধিকারী বলেন, “আমি রাজ্য সভাপতির সামনে বলছি, যারা বিডিও অফিসে আটকে গিয়েছেন, যাদেরকে আটকে দেওয়া হয়েছে, আপনারা শুধু আধার কার্ড নিয়ে চলে আসুন কলকাতায়। এখানে আমরা নমিনেশন করাব।” একইভাবে শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে সুকান্ত মজুমদারকেও একই কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “চলে আসুন সবাই কলকাতায়।”

বিশেষজ্ঞদের মতে, এই দৃশ্যের মধ্যে দিয়ে দুটো দিক স্পষ্ট হল। প্রথমত, শুভেন্দু অধিকারী প্রথম থেকে বলেছিলেন, তারা মনোনয়ন জমা দিতে না পারলে কলকাতাকে উত্তাল করবেন। মনোনয়ন জমা দিয়েই এর শেষ দেখবেন। ঠিক সেই মতোই জেলায় জেলায় যারা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা প্রাপ্ত, তাদের কলকাতায় আসার আহ্বান জানিয়ে কার্যত নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর দ্বিতীয়ত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে তৃণমূল বিরোধী জুটি হিসেবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের ঐক্যবদ্ধ চেহারা যে আবার সামনের সারিতে উঠে এলো, তা বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!