এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশে কেন দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট? খোলাসা করলেন বিশ্বখ্যাত গবেষক

দেশে কেন দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট? খোলাসা করলেন বিশ্বখ্যাত গবেষক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা সংকটকে তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে ভ্যাকসিনের প্রচণ্ড অভাব। ভ্যাকসিনের অভাবের কারণে বেশ কিছু রাজ্যে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া বারবার থমকে যাচ্ছে। দেশে এখনো পর্যন্ত যতজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তা মোট জনসংখ্যার তুলনায় নিতান্তই নগন্য। এদিকে তিন মাসের মধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা আছে। দেশে কেন দেখা দিয়েছে ভ্যাকসিনের সংকট? এর কারণ জানালেন বিশ্বখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর গঙ্গাদ্বীপ কাঙ্গ।

ভাইরোলজিস্ট ডক্টর গঙ্গাদ্বীপ কাঙ্গ অভিযোগ করেছেন যে, ভ্যাকসিন কিনতে অনেক বেশি দেরি করে ফেলেছে দেশ। বেশি সময় নষ্ট হয়ে গেছে বৈঠকে ও আলোচনাতে। যার ফলে দেশে এই ধরনের ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে। প্রসঙ্গত, বিশ্বখ্যাত এই গবেষক সুপ্রিমকোর্টে মেডিকেল অক্সিজেন কমিটির সদস্য ছিলেন। ভ্যাকসিন সংকটের কারণ হিসেবে তিনি দায়ী করেছেন বিলম্বকে। সারা পৃথিবীতে যখন করোনাকে রোধ করতে ভ্যাকসিনের খোঁজ করা হচ্ছিল, কোন ভ্যাকসিন ভালো, কোন ভ্যাকসিন ভালো নয়, তার বিচার শেষ হয়ে গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাধিক দেশ যখন সবুজ সংকেত পাওয়া ভ্যাকসিন গুলির অর্ডার পর্যন্ত দিয়েছিল, সে সময়ে ভারত আলোচনা ও বৈঠকে ব্যস্ত ছিল। সে সময়ে বাজারে যে সমস্ত ভ্যাকসিন পাওয়া যেত। সেগুলির দিকে হাত বাড়াতে অনেকটা দেরি করে ফেলেছিল ভারত। একারণেই দেশের ভ্যাকসিনের সংকট দেখা গিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি একাধিক সংস্থা তাদের ভ্যাকসিন নিয়ে এগিয়ে এসেছে। এই পরিস্থিতিতে ভাইরোলজিস্ট ডক্টর গঙ্গাদ্বীপ কাঙ্গ জানালেন, জাইডাস, ক্যাডিলা বায়োলজিক্যাল ই সহ অন্যান্য সংস্থাগুলির ভ্যাকসিনকে যদি তার রানের পর সবুজ সঙ্কেত দেওয়া যায়, তবে আগামী দিনে দেশে অনেক বেশি পরিমাণে ভ্যাকসিন পাওয়া যাবে। দেশ ভ্যাকসিন উৎপাদন বাড়াতে অনেকটা সক্ষম হবে।

এর সঙ্গে সঙ্গেই তিনি জানিয়েছেন, ভ্যাকসিনেশনে অধিক পরিমাণ বিনিয়োগ করা প্রয়োজন। এদিকে দেশকে বিনিয়োগের ঝুঁকি নিতে হবে। বিনিয়োগ যে সবসময় লাভজনক হবে, তা নয়। তিনি জানিয়েছেন, গত বছরের মার্চ মাসে ভ্যাকসিনেশনের জন্য ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেসময় ভ্যাকসিন তৈরি হয়নি। কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন তৈরি হওয়ার আগে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো বিনিয়োগ করা হয়নি। কোন ভ্যাকসিন সংস্থার কাছে ভারত অর্ডার পর্যন্ত দেয়নি। এভাবেই দেশে ভ্যাকসিন সংকটের একাধিক কারণ সামনে আনলেন ভাইরোলজিস্ট ডক্টর গঙ্গাদ্বীপ কাঙ্গ। আগামীদিনে ভ্যাকসিনের সংকট মেটে কিনা? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!