লোকসভা ভোটে তৃনমূলের ভোট নিয়ে সামনে এল বিস্ফোরক তথ্য, গেরুয়া ঝড়ে নিজেদের বুথেই হার বিধায়কদের কলকাতা রাজ্য June 3, 2019 গত পঞ্চায়েত নির্বাচন থেকে পুরুলিয়ায় বিজেপির প্রবল উত্থান লক্ষ্য করা গেছে। লোকসভা নির্বাচনেও তার কোনোরূপ ব্যতিক্রম হয়নি। এবারে এই লোকসভা কেন্দ্রটি দখল করেছে গেরুয়া শিবির। আর নির্বাচনের ফলাফল প্রকাশের পর এখন দেখা যাচ্ছে যে পুরুলিয়ায় তৃনমূলের 4 জন বিধায়কই নিজের গড়ে হেরে বসে আছেন। যার মধ্যে রয়েছেন রঘুনাথপুরের পূর্ণচন্দ্র বাউরি, কাশীপুরের স্বপন বেলথড়িয়া, পারার উমাপদ বাউরি এবং জয়পুরের শক্তিপদ মাহাতো। জানা গেছে, রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি তার নিজের বুথ 246/ 32 সরবড়ি প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির কাছে 222 ভোটে হেরে গেছেন। যেখানে তৃণমূল 376 এবং বিজেপি 598 টি ভোট পেয়েছে। একইভাবে কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথড়িয়া তার 244/135 পঞ্চকোটরাজ হাইস্কুলের বুথে বিজেপির কাছে 16 ভোটে হেরে গিয়েছেন। 245/217 মুল্লাডি প্রাথমিক বিদ্যালয়ের বুথটি পারার তৃণমূল বিধায়ক উমাপদ বাউরির। সেখানেও তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে 272 ভোটে হেরে গেছেন। যেখানে শাসক দল তৃণমূল মোটে 97 টি এবং বিজেপি 369 টি ভোট পেয়েছে। অন্যদিকে জয়পুরের তৃণমূল বিধায়ক শক্তিপদ মাহাতোও নিজের বুথে 78 ভোটে হেরে গেছেন। তৃণমূলের পাশাপাশি একই দশা কংগ্রেসেরও। বিজেপি ঝড়ে পুরুলিয়ার 2 কংগ্রেস বিধায়কও তাদের গড় রক্ষা করতে পারেননি। যেখানে দেখা গেছে, বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক তথা পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো নিজের বুথে 66 ভোটে হেরে গিয়েছেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একইভাবে পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় তাঁর 242/152 নম্বর বুথে বিজেপির কাছে 302 ভোটে পরাজিত হয়েছে। তবে প্রবল গেরুয়া ঝড় আসলেও নিজেদের গড় রক্ষা করেছেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং মানবাজার 1 নম্বর ব্লকের সভাপতি তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু। শান্তিরাম মাহাতো নিজের বুথে 297 ভোটে দলকে লিড দিয়েছেন। অন্যদিকে সন্ধ্যা রানী টুডু তার 243/202 নম্বর কাতলাগোড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে তৃণমূলকে 358 ভোটে লিড দিয়েছেন। তবে শান্তিরাম মাহাতো এবং সন্ধ্যা রানী টুডুরর এই সাফল্যের পেছনে অনবদ্য ভূমিকা রয়েছে জেলা তৃণমূলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় এবং বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেনের বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। কিন্তু তারা দুইজন নিজেদের গড় ধরে রাখতে পারলেও কেন পুরুলিয়া জেলার চার তৃণমূল বিধায়কের নিজের বুথেই এই অবস্থা হল? এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “আসলে এটা একেবারেই মেরুকরণের ভোট। ধর্ম আর দেশপ্রেমের আবেগে ভোট হয়েছে। সিপিএম ও কংগ্রেসের সব ভোট বিজেপিতে গিয়েছে। আমরা ঘুরে দাঁড়াবই।” একইভাবে জেলার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় নিজের বুথে হেরে যাওয়ায় তিনি বলেন, “আসলে এবার তৃণমূলকেই হারাতে হবে – এই স্লোগানে ভোট হয়েছে। তাই কংগ্রেসের অনেক ভোটও বিজেপিতে গেছে।” সব মিলিয়ে এবার লোকসভা ভোটে নিজেদের বুথেই হেরে বসে আছেন হেভিওয়েট তৃনমূল বিধায়করা। আপনার মতামত জানান -