এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুজোর আগেই খুশির হাওয়া তৃণমূলে! জল্পনার অবসানে বড়সড় স্বস্তির খবর এল হেভিওয়েট নেতার জন্য!

পুজোর আগেই খুশির হাওয়া তৃণমূলে! জল্পনার অবসানে বড়সড় স্বস্তির খবর এল হেভিওয়েট নেতার জন্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা থেকে মুক্তি পেয়েছিলেন কিছুদিন আগেই। তবে এবার আরো একটি সুখবর শোনা গেল তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো সম্পর্কে। সম্প্রতি জানা গেছে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো এবং ২৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না বলেই জানিয়ে দিয়েছে আদালত।

গতকাল কলকাতার এনআইএর বিশেষ আদালতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও পরবর্তীকালে প্রয়োজন মতো তাদের জিজ্ঞাসাবাদ করা যাবে এবং সেক্ষেত্রে তাদের নোটিশ পাঠানো সম্ভব হবে বলে জানা যায়। তবু আপাতত পুজোর আগে এই খবরে খুশির হাওয়া তৃণমূল শিবিরে। সেই সঙ্গে এনঅাইয়ের তরফে এই রায়ের বিরোধিতা করা হলেও তাকে কার্যকর বলে মানতে চাইনি আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, ১১ বছর আগে লালগড়ের সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুনের মামলায় নতুন করে তদন্ত শুরু করতে গিয়ে এনআইএর সন্দেহের তালিকায় আসেন ছত্রধর মাহাতো সহ ২৭ জন। তাদের বিরুদ্ধেই এরপর মামলা দায়ের করা হয় ইউএপি আইনের আওতায়। বিভিন্ন ধারা যুক্ত করে মামলা করা হয় ছত্রধর মাহাতো সহ ২৭ জন অভিযুক্তের বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, এর সঙ্গে উঠে আসে নানা সমস্যার কথা। এনআইএর তরফের বলা হয়, অভিযুক্তরা কোনোভাবেই তাদেরকে সাহায্য করছেন না। সেই তালিকায় তদন্তে সহযোগিতা না করা, মামলার ধার্য দিনে আদালতে উপস্থিত না থাকা, এমনই নানা অভিযোগ জানিয়ে তাদের বিরুদ্ধে এনআইএ পরোয়ানা জারি করেছিল এবং তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করার কথা ও আবেদন করা হয় আদালতে।

অভিযুক্তদের আইনজীবী কৌশিক সিংহ, এদিন আদালতে এই সমস্ত অভিযোগের বিরোধিতা করেন। তাঁর কথায় ঝাড়গাম আদালত থেকে জামিনে মুক্ত হন এই ২৭ জন অভিযুক্ত সহ ছত্রধর মাহাতো। তাঁর কথায়, বস্তুত এভাবে জামিন বাতিলের এক্তিয়ার কেবল ঝাড়গ্রাম আদালতের কাছেই আছে বলে এদিন আদালতে জানান অভিযুক্তদের আইনজীবী। সেইসঙ্গে গতকাল দুটি আবেদনের শুনানির দিন ধার্য ছিল। সেইসঙ্গে জানা যায় আদালত এনআইএর আবেদন অগ্রাহ্য করেনি।

আদালতের নির্দেশ মেনে অভিযুক্তদের নোটিশ পাঠানো হলেও এদিন কেন অভিযুক্তরা আদালতে উপস্থিত থাকলেন না সেই উত্তরে অভিযুক্তদের আইনজীবীর থেকে জানা গেছে, ছত্রধর মাহাতো করোনামুক্ত হলেও এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। সেইসঙ্গে বাকি অভিযুক্তদের আদালতে আসার ক্ষেত্রে পরিবহনজনিত নানা সমস্যা রয়েছে তাই তারা আদালতে আসতে পারেননি। সেইসঙ্গে অভিযুক্তদের তদন্তে সহযোগিতার বিশেষ নির্দেশ দিতে দেখা গেছে বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সামন্তকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!