এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেই বাবুলের প্রতি সুর নরম মমতার, কড়া ভাষায় কটাক্ষ বিজেপিকে!

মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেই বাবুলের প্রতি সুর নরম মমতার, কড়া ভাষায় কটাক্ষ বিজেপিকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আসানসোল থেকে শুরু করে টালিগঞ্জ, প্রচারে গিয়ে বাবুল সুপ্রিয়কে একহাত নিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়লাভ করতে পারেননি। তবে বাবুল সুপ্রিয় সম্পর্কে একাধিক মন্তব্য করে কাজের কাজ কিছুই করছেন না বলে বিভিন্ন সভা থেকে দাবি করতে দেখা যায় বাংলার প্রশাসনিক প্রধানকে। কিন্তু এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে সেই বাবুল সুপ্রিয়কে ইস্তফা দেওয়ার নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দেওয়ার সাথে সাথেই তা নিয়ে প্রতিক্রিয়া দিতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

যেখানে বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলকে খুব একটা গুরুত্ব দিলেন না তিনি। পাশাপাশি বাবুল সুপ্রিয়র প্রতি সুর নরম করে “এখন বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গিয়েছে” বলেও বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ্যাৎ বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ সামনে আসার পরেই কার্যত আসানসোলের বিজেপি সাংসদের পাশে দাঁড়ানোর বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন রাজ্য বাজেট পেশের পর একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্প্রসারণ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, “ওরা কাকে মন্ত্রী করবে, কাকে সান্ত্রি করবে, কাকে তুলে আনবে, কাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা ওদের ওদের দলের বিষয়। বিচ্ছিন্নতাবাদী বিজেপি। আজকে বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গিয়েছে। বিজেপির কোনো ভিসন নেই, মিশন নেই। ওদের শুধু এজেন্সি আছে। তাই রাজনৈতিক প্রতিক্রিয়া হচ্ছে। ফলে এসব করে কোনো কাজ হবে না। 2024 লস্ট কেস।”

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে এই রকম মন্তব্য করার মধ্যে দিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। একদিকে তিনি যেমন বাবুল সুপ্রিয় এখন খারাপ হয়ে গিয়েছে এই কথা বলে বাবুলবাবুর প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন, ঠিক তেমনই কেন্দ্রের বিজেপি সরকারের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা দিয়ে 2024 এর জন্য প্রস্তুত থাকার কথা বলার চেষ্টা করলেন।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, বাংলা দখল করার পর এবার তৃণমূলের নেক্সট টার্গেট দিল্লি দখল। সেই লক্ষ্যেই এখন পা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। বিভিন্ন জাতীয় ইস্যুতে বিজেপি সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দিচ্ছেন তিনি। আর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে যাদেরকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম বাংলার বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র কথা বলে বিজেপির অন্দরের বিদ্রোহ বাড়িয়ে দেওয়ার সুকৌশলী চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!