রাজ্য বাজেটেও নির্বাচন কমিশনকে তুলোধোনা, নজিরবিহীন ঘটনা রাজ্যে! তৃণমূল রাজনীতি রাজ্য July 8, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা যেমন ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক তেমনই নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের শাসকদলের দূরত্ব এবং নির্বাচনের পরবর্তী সময় কালে করোনা ভাইরাস বৃদ্ধির জন্য কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর মত ঘটনা সামনে এসেছে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্য বাজেটে বাংলায় লাগাতার যেভাবে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এল। যাকে কার্যত নজিরবিহীন বলেই আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও রাজ্য বাজেটে সরব হতে দেখা গেল রাজ্য সরকারকে, তা অতীতে কখনও হয়েছে কিনা, তা মনে করতে পারছেন না কেউই। অর্থাৎ নির্বাচনের সময় থেকেই ভোটের দফা বৃদ্ধি নিয়ে কমিশনকে কাঠগড়ায় তুলতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার সেই একই কথার প্রতিধ্বনি রাজ্য বাজেটে রেখে কমিশনের বিরুদ্ধে লাগাতার ভোট করা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট ভাবে জানিয়ে দিল রাজ্য সরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাজ্য বাজেট পেশ করা হয়। আর সেখানেই 2021 এর বিধানসভা নির্বাচনে যেভাবে দীর্ঘকালীন সময় ধরে নির্বাচন করা হয়েছে, সেই ব্যাপারে একটি বক্তব্য রাখা হয়। বক্তৃতায় লেখা হয়, “দুর্ভাগ্যক্রমে আমাদের রাজ্যে 8 দফা নির্বাচনে 2021 এর মার্চ মাসে কোভিড 19 এর দ্বিতীয় ঢেউ ভীষণ ভাবে ছড়িয়ে পড়ে। মানুষের জীবনহানি কমানোর লক্ষ্যে নির্বাচনী দফা কমানোর অনুরোধে কর্নপাত করা হয়নি। আমাদের এই অনুরোধ যদি গৃহীত হত, তাহলে বেশ কিছু মানুষের জীবন বাঁচানো সম্ভব হত।” অর্থাৎ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যে লাগাতারভাবে নির্বাচন হওয়ার কারণেই বাংলাতে এত ভয়াবহ আকার ধারণ করেছে, তা রাজ্য বাজেটেও তুলে ধরতে দেখা গেল রাজ্য সরকারকে। পর্যবেক্ষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য বাজেট পেশ করে সেখানে বক্তৃতায় যেভাবে নির্বাচনের কথা তুলে ধরে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছে, তা কার্যত নজিরবিহীন। এর ফলে বাংলায় করোনা পরিস্থিতির জন্য ভোটের দফা বাড়ানো যে সব থেকে বেশি দায়ী, তা রাজ্য বাজেটের বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে দিয়েছে তৃণমূল সরকার। বস্তুত, নির্বাচনের সময় এত দফা বাড়ানো হল কেন, তা নিয়ে বারবার প্রচার থেকে তৃণমূলের নেতা, নেত্রীরা নির্বাচন কমিশনের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিয়েছে। পরবর্তীতে বাংলার নির্বাচন শেষের দিকে যেভাবে করোনা ভাইরাস বৃদ্ধি পেতে শুরু করেছিল এবং দ্বিতীয় ঢেউ বাংলায় আছড়ে পড়েছিল, তার জন্য কমিশন একমাত্র দায়ী বলে দাবি করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আর এবার রাজ্য বাজেটেও সেই কথা তুলে ধরে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিজেপির বিড়ম্বনা সুকৌশলে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করল রাজ্য সরকার বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -