এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতে বিজেপিকে আটকাতে উত্তরবঙ্গে শাসকদলের বিশেষ পরিকল্পনা

পঞ্চায়েতে বিজেপিকে আটকাতে উত্তরবঙ্গে শাসকদলের বিশেষ পরিকল্পনা

মোর্চায় গুরুঙ্গের কর্তৃত্ব খানিক আলগা হতেই বৃহস্পতি ও শুক্রবার, দু’দিন ধরে জয়গাঁ, মাদারিহাট, নাগরাকাটা, মালবাজারে ঘুরে শতাধিক মোর্চা নেতা ও তাঁদের কয়েক হাজার সমর্থককে তৃণমূলে সামিল করতে সক্রিয় হয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের পর্যবেক্ষক, রাজ্যের পূর্ত ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের অন্দরের খবর, আসন্ন পঞ্চায়েত ভোটে চা বলয়ের নেপালিভাষীদের বিজেপি থেকে দূরে রেখে নিজেদের কাছে টানতেই এই কৌশল।

তাঁর কাছেই সদ্য যোগদানকারীরা তরাই-ডুয়ার্সের নেপালিভাষীদের জন্য একটি বোর্ড গঠনের ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এই কর্মীদের দলে টানবার জন্য এবং আগামী দিনে পাহাড়ের আন্দোলনের সঙ্গে তরাই-ডুয়ার্সের তাল মেলানোর প্রবণতাকে কমানোর জন্য নেপালিভাষীদের পৃথক বোর্ডের আর্জির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!