এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > জয়ের সম্ভাবনা যত নিশ্চিত হচ্ছে মৌসম নূরের উপর ততই আস্থা বাড়ছে শাসকদলের – এবার পেলেন বড়সড় ‘দায়িত্ব’

জয়ের সম্ভাবনা যত নিশ্চিত হচ্ছে মৌসম নূরের উপর ততই আস্থা বাড়ছে শাসকদলের – এবার পেলেন বড়সড় ‘দায়িত্ব’


মালদার হেভিওয়েট সাংসদ মৌসম নূর লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেই স্বস্তি দিয়েছে জোড়াফুল শিবিরকে। মৌসমের নেতৃত্বেই এবার জেলায় জয় পাবে তৃণমূল,এই কথায় ভরসা রেখেই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হল তাকে। দলের পদাধীকারীদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন মালদহের তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

পাশাপাশি দক্ষিণ মালদায় কাকে প্রার্থী করা যায় সেবিষয়েও জেলা থেকে বেশ কয়েকটি নাম চেয়েছেন ওই বৈঠকে। মূলত লোকসভা ভোটকে টার্গেট করেই দলের সাংগঠনিক কাঠামোর শক্তিবৃদ্ধি বিষয়ে আলোচনা করতেই কোলকাতায় বৈঠক ডেকেছিলেন শুভেন্দু বাবু। সেই বৈঠকেই শুভেন্দু বাবু স্পষ্ট করে দেন,দলনেত্রী যখন মৌসম নূরকে উত্তর মালদার দায়িত্ব দিয়েছেন তখন সেখানে মৌসমই শেষ কথা। উত্তর মালদার সাংগঠনিক যে কোনো স্তরের সিদ্ধান্ত মৌসমের পরামর্শ মতোই হবে।

এ প্রসঙ্গে,তৃণমূল কংগ্রেসের মালদহ জেলার কার্যকরী সভাপতি দুলাল সরকার (বাবলা) জানালেন,মৌসম নূরকে তাঁর এলাকায় নির্বাচন পরিচালানার জন্য পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি দলের জয়ের স্বার্থে উত্তর মালদা এলাকার সাংগঠনিক কাঠামো এককভাবেও ব্যবহার করতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া দক্ষিণ মালদার প্রার্থী নিয়েও একটা চর্চা শুরু হয়েছে দলীয় অন্দরে। এ ব্যাপারে শুভেন্দু বাবু উপস্থিতিতে আগামী ৫ মার্চ একটি দলীয় সভা হবে। জেলার বিভিন্ন ব্লকের পরিদর্শকদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। হাবিবপুর,বামনগোলার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সাধারণ সম্পাদক হেমন্ত শর্মাকে।

একইরকমভাবে কালিয়াচক-২ ব্লকের অতিরিক্ত দায়িত্বে সাবিনা ইয়াসমিন, পুরাতন মালদহে সমর মুখোপাধ্যায়, মালতীপুরের দায়িত্ব রহিম বক্সিকে দেওয়া হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হোক বা না হোক দলের পর্যবেক্ষকদের কাজের গতি বাড়ানোর কড়া নির্দেশ রয়েছে শুভেন্দু বাবুর তরফ থেকে।

এবারের নির্বাচনের আগেও যে মালদার দলীয় সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হবে তাঁর ইঙ্গিত শুভেন্দু বাবু আগেই দিয়েছিলেন। আর সেই মোতাবেকই হাবিবপুর,বামনগোলা সহ বেশ কিছু ব্লকে পর্যবেক্ষক বসিয়েছেন তিনি। অন্যদিকে,মালদা জেলা কংগ্রেসের অন্দরের খবর থেকে জানা গিয়েছে,দলের ব্লকস্তরের পরিদর্শক থেকে ব্লক সভাপতি, শাখা সংগঠনের নেতারা বিচ্ছিন্নভাবে কাজ করলে সমস্যার একটা সম্ভাবনা থেকেই যায়।

তাই লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে এইধরণের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাকে এড়াতে সমস্ত রাশ একজনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রাজ্য নেতৃত্ব করেছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক ও প্রার্থী হওয়ার সুবাদে উত্তর মালদহে তাই মৌসম নুরকেই সমস্ত দলীয় কাঠামোর মাথার উপরে বসিয়ে দেওয়া হল।

দলের তরফ থেকে রাজ্য নেতা তথা জেলা পরিদর্শক নিজেই নেতাদের কাছে বিষয়টি পরিষ্কার করে দেওয়ায় কাজের ক্ষেত্রে গতি আসবে বলেই মনে করছেন মালদহের তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। আগামী ২৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর বৈঠকে জেলা তৃণমূল সাংগঠনিক কাঠামোয় আটো কিছু পরিবর্তন আনা হতে পারে বলেই আগাম জানিয়ে রেখেছেন শুভেন্দু বাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!