এখন পড়ছেন
হোম > অন্যান্য > সামান্য মাউথওয়াশই আপনাকে করোনা থেকে দূরে রাখতে পারে? সামনে এল বড়সড় আশা জাগানো তথ্য

সামান্য মাউথওয়াশই আপনাকে করোনা থেকে দূরে রাখতে পারে? সামনে এল বড়সড় আশা জাগানো তথ্য


প্যান্ডেমিক হিসাবে করোনা এখন দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। করোনার হাত থেকে বাঁচতে মাউথ ওয়াশ সহায় হতে পারে বলে জানা যাচ্ছে। মাউথ ওয়াশে থাকে including chlorhexidine, cetylpyridinium chloride, hydrogen peroxide ও povidone-iodine। ফলে এটি ভাইরাস বিনষ্ট করতে সক্ষম। কিন্তু করোনা মোকাবিলা করতে সক্ষম কিনা ত নিয়ে জল্পনা চলছে বিজ্ঞানী মহলে। যদিও করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার করা যায় নি। গোটা বিশ্ব জুড়ে চলছে এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধ।

করোনা রুখতে গবেষণাগার গুলিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে বিজ্ঞানীরা। এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে মাউথ ওয়াশ। একটি গবেষণার রিপোর্ট অনুযায়ী মাউথ ওয়াশ দ্বারা নষ্ট করা যেতে পারে এই মারণ ভাইরাস। জানা গেছে ভাইরাসটির চারিদিকে একটি মোটা আস্তরণ থাকে। ওই আস্তরনটি কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি কেমিক্যাল দ্বারা ধ্বংস হয়। আর গবেষণা থেকে জানা গেছে মাউথ ওয়াশে সেই কেমিক্যালগুলি বর্তমান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে করোনা মোকাবিলা করতে মাউথ ওয়াশ সত্যিই কার্যকর কিনা সে বিষয় সরাসরি মুখ খোলেন নি গবেষকরা। জানা গেছে কর্ডিক ইউনিভার্সিটি সহ অনেক গবেষকরাই এই বিষয় নিয়ে গবেষণা করেছেন। এছাড়াও ভাইরলজিস্টরা এই বিষয় দৃষ্টিপাত করেছেন বলে জানা গেছে। টিংহাম, কলোরাডো, বার্সেলোনা ও কেমব্রিজ বাবরাহাম ইনস্টিটিউটের ভাইরোলজিস্টগন নানাভাবে এর ওপর কাজ চালাচ্ছেন।

মাউথ ওয়াশ যে করোনা ভাইরাস বিনষ্ট করতে সক্ষম সেই বিষয় সম্পূর্ণ নেতিবাচক মত প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মারণ রোগ রুখতে যে মাউথ ওয়াশ ব্যবহার করা যাবে সে বিষয় কোনরকম প্রমাণ ছাড়া তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা সম্ভব হবে না বলে জানা গেছে। একটি মাউথ ওয়াশ যা যা উপাদান বহন করে তার দ্বারা কিছু ভাইরাস নষ্ট হয়। কিন্তু এখনও কোনোভাবেই প্রমাণ করা যায় নি যে মাউথ ওয়াশ করোনা মোকাবিলা করতে পারবে।

গবেষকদের একাংশের ধারণা মাউথ ওয়াশ কার্যকরী উপাদান অবশ্যই কিন্তু তা করোনা ভাইরাসের ক্ষেত্রে কতখানি কার্যকরী সে বিষয় সন্দেহ আছে। কিন্তু, যেহেতু এখনও করোনার কোনো প্রতিষেধক সামনে আসে নি – তাই এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে একমাত্র উপায় হচ্ছে যতটা সম্ভব নিজেদের নিরাপদ রাখা, জীবাণুমুক্ত রাখা। আর তাই মাউথওয়াশের এই দিক সামনে আসায় অনেকেই স্বস্তি পাচ্ছেন। তবে গবেষকরা হাল ছাড়েনি নি। গবেষকদের আবিষ্কার এবং আমাদের অপেক্ষাই আনতে পারে মহামারীর প্রতিষেধক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!