এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভায় প্রতিটি আসনের হিসেব নিজে বুঝে নেবেন মমতা! হুঙ্কারের পরেই বড়সড় পদক্ষেপ দলীয় নেতাদের

বিধানসভায় প্রতিটি আসনের হিসেব নিজে বুঝে নেবেন মমতা! হুঙ্কারের পরেই বড়সড় পদক্ষেপ দলীয় নেতাদের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঁকুড়ায় ব্লক ও অঞ্চল কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে তৃণমূল। ৩০শে নভেম্বরের মধ্যেই সমস্ত ব্লক ও টাউনের কমিটি গঠনের কাজ শেষ করার কথা জানান হয়েছে। আর এজন্যই জেলা কোর কমিটি প্রতিদিন পাঁচটি করে ব্লকের নেতাদের নিয়ে বৈঠকের কাজ শুরু করেছে বলে জানা গেছে।

সেইসঙ্গে নতুন কমিটিতে গোষ্ঠী কোন্দল এড়াতে বিভিন্ন ব্লকের সমস্ত গোষ্ঠীর নেতাকর্মীর নাম ব্লক ও অঞ্চল কোর কমিটিতে রাখা হচ্ছে বলেও জানা গেছে। বস্তুত, লোকসভা নির্বাচনের নিরিখে বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা আসনেই তৃণমূল পিছিয়ে রয়েছে। ব্লক ও শহর মিলিয়ে ২২টি ব্লক ও তিনটি শহরের মধ্যে সারেঙ্গা ব্লক ছাড়া সমস্ত অঞ্চলেই তৃণমূল পিছিয়ে রয়েছে বলে জানা গেছে।

তাই জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই শ্যামল সাঁতরা পুরনো ব্লক কমিটি ভেঙে দেন। পরে ১৫টি ব্লকের সভাপতিও পরিবর্তন করা হয়। অন্যদিকে পুজো ও মুখ্যমন্ত্রীর সফরের জন্য ব্লক কমিটি চূড়ান্ত হয়নি বলেই জানা গেছে। সেইসঙ্গে সমস্যা হচ্ছে নির্বাচনের আর বেশি দেরি নেই।

কিন্তু এখনও পর্যন্ত ব্লক কমিটি গঠন না হওয়ায় চিন্তা রয়েছে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যেই ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ও অঞ্চল কোর কমিটি তৈরির নির্দেশ দেন তিনি। তাই এদিন থেকেই ব্লক কমিটি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে সম্প্রতি কাজ করার নীতি নির্ধারনের জন্য বৈঠক করা হয়েছে বলে জানা যায়। সেখানে জেলা সভাপতি ছাড়াও স্থানীয় বিধায়ক, ব্লক সভাপতি, এছাড়া বিভিন্ন ব্লকের সহ সভাপতি বা সাধারণ সম্পাদক বা ওই বিধানসভার দায়িত্বে থাকা কো-অর্ডিনেটররা উপস্থিত থাকছেন বলে জানা গেছে। তাঁরা আলোচনার মাধ্যমে ব্লক নেতাদের জমা দেওয়া নামের তালিকা থেকে নতুন কমিটি চূড়ান্ত করছেন বলে জানা গেছে।

এক্ষেত্রে বাঁকুড়া-২, গঙ্গাজলঘাঁটি, মেজিয়া, জয়পুর ও কোতুলপুর পাঁচটি ব্লকের কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ওই ব্লকগুলির প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কোর কমিটি তৈরি করা হয়েছে বলেও জানা গেছে। প্রতিটি ব্লক কমিটিতে ৪০ থেকে ৫০ জন সদস্য রাখা হচ্ছে।

এদের মধ্যে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের সদস্যদের রাখা হচ্ছে। আর এলাকার বাছাই করা ১৫ থেকে ২০জন নেতাকে নিয়ে অঞ্চল কোর কমিটিগুলি তৈরি করা হয়েছে বলেও জানান হয়েছে। সেইসঙ্গে নতুন অঞ্চল কমিটি ব্লকের সঙ্গে আলোচনা করে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে বুথ কমিটি তৈরি করা হবে বলে জানা যায়।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্যামল সাঁতরা জানিয়েছেন, শুনুকপাহাড়ির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার ১২টি আসনেই জয়ের কথা বলেছেন। সেইমতো বৃহস্পতিবার থেকেই পরিকল্পনা মাফিক কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে পুজোর আগেই ব্লক কমিটির খসড়া তৈরির কথাও জানান তিনি।

তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর সফরের পর তা চূড়ান্ত করা হবে। একই সঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েতেরও কোর কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে ৩০শে নভেম্বরের মধ্যে ব্লক, টাউন কমিটি এবং অঞ্চল কোর কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!