এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে দুবাইয়ের পাঁচতারা হোটেলে গোমাংস সহ ব্রেকফাস্ট করছেন রাহুল গান্ধী? সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে দুবাইয়ের পাঁচতারা হোটেলে গোমাংস সহ ব্রেকফাস্ট করছেন রাহুল গান্ধী? সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে যখন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ঠিক তখনই পাল্টা সেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হল বিতর্ক।

এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দুবাইয়ের পাঁচতারা হোটেলে দেড় হাজার পাউন্ড খরচা করে ব্রেকফাস্ট এবং গোমাংস খাচ্ছেন বলে একটি ভুয়ো ছবি সহ খবর পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে শুধু রাহুল গান্ধীই নয়, তাঁর সাথে রয়েছেন প্রবাসে কংগ্রেসের চেয়ারম্যান শ্যাম পিত্রোদা এবং দুবাইয়ের শিল্পপতি সানি ভার্ক। কিন্তু কে বা কারা এই ধরনের ছবি ছাড়ল?

সূত্রের খবর, ঋষি বাগড়ী নামে এক ব্যক্তি তাঁর টুইটার থেকে এই ছবিটি পোস্ট করেছেন। আর সেই ছবিতেই দেখা গেছে যে, প্রাতরাশে রাহুল গান্ধীদের টেবিলের সামনে রয়েছে লোভনীয় খাবার। আর এই খাবারের মধ্যে পাতলা করে কাটা মাংসের টুকরোকে গোমাংস বলে দাবি করা হয়েছে। তবে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তাঁকে নির্বাচনের আগে অপদস্থ করতেই এহেন পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করছে হাত শিবির।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের দাবি, জনি বাগড়ীর এই পোস্টটি সম্পুর্ণ ভুয়ো। এই প্রাতরাশ কোনো পাঁচতারা হোটেলে হয়নি, ভার্কের বাড়িতেই হয়েছিল। আর সেখানে গোমাংস ছিল না, শুধুমাত্র ডিমের পোচ ও কমলালেবুর রস ছিল। একাংশের মতে, এই ঋষি বাগড়ির এই টুইটার হ্যান্ডেলটি ফলো করেন কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সেক্ষেত্রে নিজের টুইটারকে হাতিয়ার করে সেখানে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এহেন পোস্ট করেছেন তিনি বলে অভিযোগ। এদিকে ঋষি বাগড়ির এই পোস্টে যে অসঙ্গতি রয়েছে তা বুঝতে বাকি নেই বিশেষজ্ঞ মহলেরও। দুদিনের সফরে সম্প্রতি আরব আমিরশাহিতে গিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু আরব আমিরশাহির মুদ্রার যেখানে দিরহাম, সেইখানে পাঁচতারা হোটেলে ব্রেকফাস্টের জন্য মাথাপিছু দেড় হাজার পাউন্ড গুনতে হবে কেন! তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!