এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের সম্মুখ সমরে শুভেন্দু মমতা, মোদির বৈঠক নিয়ে পাল্টা নেত্রীকে তোপ শুভেন্দুর

ফের সম্মুখ সমরে শুভেন্দু মমতা, মোদির বৈঠক নিয়ে পাল্টা নেত্রীকে তোপ শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে এই মুহূর্তে চলছে ব্যাপক রাজনৈতিক টানাপোড়েন। পাশাপাশি রাজ্যের করোনা পরিস্থিতিও মাত্রাছাড়া আতঙ্ক তৈরি করেছে। এই পরিস্থিতিতে আজকে কেন্দ্র-রাজ্য বৈঠক হওয়ার কথা ছিল। গতকালই জানানো হয়েছিল, রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা প্রশাসকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। কিন্তু বৈঠক শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী ব্যাপক ক্ষোভ উগরে দেন নবান্নে সাংবাদিক বৈঠকে।

মুখ্যমন্ত্রীর করা অভিযোগের উত্তর দিতে এবার আসরে নেমেছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হন ভার্চুয়াল বৈঠকে। কিন্তু বৈঠক শেষে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁদেরকে কোন কথা বলতে দেওয়া হয়নি এবং এই বিস্ফোরক অভিযোগের পর আসরে নামেন বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যাপক আক্রমণ শানিয়েছেন। শুভেন্দু টুইটারে জানিয়েছেন, জেলাশাসকরা বক্তব্য রেখেছেন বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বরাবরই সংঘাতের রাজনীতি মেনে চলেন। শুভেন্দু আরও অভিযোগ করেন, করোনা পরিস্থিতি যখন চরমে তখন মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন। প্রসঙ্গত মমতা নিজে অভিযোগ করেছেন, আজকের বৈঠক সুপার ফ্লপ হয়েছে।

বৈঠকে কথা বলতে না পেরে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ভ্যাকসিন নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। মূলত, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য ভ্যাকসিন চাওয়া হয়েছে। এদিন ভ্যাকসিনের ডোজের পার্থক্য নিয়েও মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ প্রকাশ করেছেন। পাশাপাশি সমগ্র দেশের টিকাকরণের সময় নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। মূলত করোনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েন তুঙ্গে। আপাতত এই টানাপোড়েন আরও জোরালো হল রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ট্যুইটের জেরে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!