এখন পড়ছেন
হোম > রাজ্য > “শিক্ষামন্ত্রীর কাজ দলের যুবরাজের পায়ের তলায় বসে থাকা”ফের বিস্ফোরক মুকুল রায়

“শিক্ষামন্ত্রীর কাজ দলের যুবরাজের পায়ের তলায় বসে থাকা”ফের বিস্ফোরক মুকুল রায়

বিজেপিতে যোগ দেবার পর থেকেই তৃণমূলকে বিধছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বিশ্ব বাংলা,জাগো বাংলার সাথে জুড়েছেন তাই নিয়ে কম বিতর্ক হয়নি। মামলা পাল্টা মামলা। আজ আবার শিক্ষামন্ত্রী পার্থ্য চট্ট্যোপাধ্যায়ের সাথে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন তিনি।একটি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী আজ দুপুরে মেদিনীপুরে BJP কর্মী বিপিন দাসের মৃত্যুতে BJP জেলা অফিস থেকে শোক মিছিল বের হয়।
আর তাতে যোগ দেন মুকুল বাবু। সেখানে একটি পথসভাতে বক্তব্যও রাখতে গিয়ে । তৃণমূলকে ফের আক্রমণ করেন।তিনি নানা অভিযোগের পরে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে ও আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “আপনি বলেছিলেন নৈরাজ্য দূর করবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যার কলেজে পড়ানোর অভিজ্ঞতা নেই। এরকম একটা মানুষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহন করেন, তাঁকে উপাচার্য করা হয়েছে। দলবাজি চলছে। রাজ্যে শিক্ষাক্ষেত্র উঠে যেতে বসেছে। শিক্ষামন্ত্রীর কাজ হচ্ছে ওদের দলের যুবরাজের পায়ের তলায় বসে থাকা।” যা নিয়ে আবার উত্তাল রাজনৈতিক মহল। এর আগে পার্থবাবু মুকুল বাবু কে “গদ্দার”,”বুড়ো ভাম”এই সব বলেছেন।আর মুকুল বাবু তাঁকে বাচ্চা ছেলে বলেছেন। আর এবার যা বললেন তাতে তৃণমূল মুকুলবাবুকে পাল্টা আক্রমণ যে করবেনই তাতে কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত তৃণমূল বা পার্থবাবু কিংবা অভিষেকবাবুর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!