এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মহুয়া-ম্যাজিক অব্যাহত! লকডাউনেও নিজের খাসতালুকে বিরোধী শিবিরে ধরালেন বড়সড় ভাঙন!

মহুয়া-ম্যাজিক অব্যাহত! লকডাউনেও নিজের খাসতালুকে বিরোধী শিবিরে ধরালেন বড়সড় ভাঙন!


করোনা পরিস্থিতিতেও আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শাসকদলের ছক কষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরইমধ্যে কোনভাবেই দলের সুতো আলগা করতে চাননা কৃষ্ণনগরের তৃণমূল জেলা সভাপতি তথা সংসদ সদস্য মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র গত লোকসভা নির্বাচনে দলের হাল শক্ত করে ধরে নির্বাচনটি জিতেছিলেন। এর পরেও তিনি ইতি টানেননি, যৎপরোনাস্তি খেটে গত বিধানসভা উপনির্বাচনে বিরোধীদলকে অনেকটা পেছনে ফেলে দলকে জিতিয়ে ছিলেন তিনি।

এর পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পান। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ২০০৮ সালে মহুয়া মৈত্র জেপি মরগানের ভাইস প্রেসিডেন্ট পদ ছেড়ে রাজ্যের শাসকদল অর্থাৎ তৃণমূলে যোগ দেন। এরপর ২০১৬ সালে তিনি করিমপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে এবং কৃষ্ণনগর আসন থেকে লোকসভা নির্বাচনে তিনি জয়ী হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরও তিনি থামেননি দলের জন্য নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়ে কাজ করে চলেছেন। সূত্রের খবর গত বুধবার করিমপুর-১ ব্লকের করিমপুর-১ ও ২ ও পিপুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০০ জন মানুষের হাতে মহুয়া মৈত্র তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন। জানা গেছে এদিন বিধায়কের কার্যালয়ে বিভিন্ন দল থেকে আগত কর্মী-সমর্থকরা আনুষ্ঠানিকভাবে মহুয়া মৈত্রের হাত ধরে তৃণমূলে যোগ দেন।

এদিন দলবদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এবং ব্লক সভাপতি তরুণ সাহা সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। মহুয়া মৈত্রের কথায়, এলাকার মানুষ মমতা বন্দোপাধ্যায়ের কাজ দেখেছেন। তাই তারা নিজেদের দল ত্যাগ করে তৃণমূলে যোগ দিচ্ছেন। এদিন তিনি দলে যোগ দেওয়া নতুন সদস্যদের উদ্দেশ্যে জানিয়েছেন আসন্ন নির্বাচনের জন্য প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে মহুয়া মৈত্র দলে যোগ দেওয়ার পর‌ই ওই এলাকায় ঘাস ফুল ফুটতে শুরু করে – আর বর্তমানে তা কার্যত তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছে। কার্যত ২০২১-এর আসন্ন নির্বাচনে মহুয়া মৈত্রের কাঁধে ভর করেই নদীয়া জেলায় রাজ্যের শাসক দল এই মুহূর্তে এগোতে চাইছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে মহুয়া মৈত্র তৃণমূলের একটি শক্ত খুঁটি হিসেবে কাজ করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!