এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আবারো নীম্নচাপের ভ্রুকুটি ! গভীর নীম্নচাপে দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস !

আবারো নীম্নচাপের ভ্রুকুটি ! গভীর নীম্নচাপে দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ যার জেরে রাজ্যের দক্ষিণবঙ্গে জেলা জুড়ে চলবে বৃষ্টির তান্ডব । ইতিমধ্যে আজ রবিবার কলকাতা সহ রাজ্যের দঃবঃ বিভিন্ন জেলায় মাঝারি এবং বেশ কিছু জায়গায় সপ্তাহের শেষে ভারি বৃষ্টির খবর মিলেছে ।হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী মঙ্গলবার পর্যন্ত । যার ফলে  মত্‍স্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া দফতর এবং পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

এছাড়া আরো জানা যাচ্ছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত দিঘা, মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম নদিয়া এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি  এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে । তবে  আগামীদিন গুলিতে কতটা বৃষ্টিপাত ঘটে সেটা দেখার বিষয় ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!