এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিজেপিতে আসছেন অধীর চৌধুরী? তবে কি এবার কংগ্রেস শুন্য হবে বাংলায়? সরগরম রাজ্য রাজনীতি!

বিজেপিতে আসছেন অধীর চৌধুরী? তবে কি এবার কংগ্রেস শুন্য হবে বাংলায়? সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা। তবে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সহ সকল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে তৃণমূল পথ চলার কথা ভাবলেও, বারবার বাংলায় কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা লোকসভার দলনেতা অধীর চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিয়েছেন, বাংলার প্রদেশ কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ঠিকমত লড়াই করছে না।

আর এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখনই সেই অধীর চৌধুরী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে অধীর চৌধুরীর একমাত্র জায়গা ভারতীয় জনতা পার্টি বলে বুঝিয়ে দিলেন তিনি। স্বাভাবিক ভাবেই দিলীপবাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার কি অধীরবাবু যোগদান করতে চলেছেন বিজেপিতে, তা নিয়ে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে।

 

সূত্রের খবর, এদিন বহরমপুরে জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করতে উপস্থিত হন দিলীপ ঘোষ। আর সেখানেই অধীর চৌধুরী সম্পর্কে একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “আমরা লড়াই করব। ভারতীয় জনতা পার্টি পুরো শক্তি দিয়ে লড়াই করছে। অধীর চৌধুরী ডুবন্ত নৌকা ছেড়ে দিতে চাইছেন। যেখানে উনি যেতে চাইছেন, সেখানেও ফুটো হয়ে গেছে। একটা জায়গা রয়েছে, তা হল ভারতীয় জনতা পার্টি।”

অর্থাৎ দিলীপ ঘোষ নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, অধীর চৌধুরী এখন কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করছেন। তাই তার রাজনৈতিক বিচরণ ক্ষেত্রের একমাত্র ভালো জায়গা বিজেপি বলে কার্যত অধীরবাবুকে নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেই দাবি বিশেষজ্ঞদের।

পর্যবেক্ষকদের মতে, একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল মুর্শিদাবাদ। আর সেখানে শাহেনশা বলে সুখ্যাতি ছিল অধীর রঞ্জন চৌধুরীর। কিন্তু বর্তমানে মুর্শিদাবাদ তো দূরের কথা, গোটা রাজ্যেই কংগ্রেসের অস্তিত্ব কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। নানা মহলে কংগ্রেসের ভূমিকা নিয়ে অসন্তোষ চোখে পড়ছে। আর এই পরিস্থিতিতে সেই প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই গুঞ্জন বাড়িয়ে দিলেন বিজেপির দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!