এখন পড়ছেন
হোম > অন্যান্য > পুজোর আনন্দ কি মাটি করে দেবে করোনা? তীব্র আতঙ্ক জাগানো পরিসংখ্যানের দিকে একবার চোখ রাখুন

পুজোর আনন্দ কি মাটি করে দেবে করোনা? তীব্র আতঙ্ক জাগানো পরিসংখ্যানের দিকে একবার চোখ রাখুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। সেই সঙ্গে রাজ্যের একাধিক জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্তারা। বস্তুত, পূজো এসে যাওয়ায় সেই চিন্তা আরও অনেকটা বেড়ে গেছে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে সামনে আসছে একাধিক জেলার করোনা সংক্রমণের খবর।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হিসেবে প্রথম স্থানে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখানে একদিনে করনাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে সোমবার সেই সংখ্যাটা ১৮ জন ছিল। সব মিলিয়ে শহরে মোট মৃত্যু হয়েছে ২,০১৯ জনের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৮০৯ জন। ফলে এই পর্যন্ত শহরে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেল বলে জানা গেছে।

তবে বুলেটিনে সংখ্যাটা ৭১ হাজার ৪৬২ জন জানান হয়েছে। সেই ক্ষেত্রে দেখতে গেলে তুলনামূলকভাবে শহরে সুস্থতার হার কম। কারণ এখানে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮০৪ জন। ফলে মোট ৬২ হাজার ১১২ জন সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে। সেই সঙ্গে শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ৭,৩৩১ জন হয়েছে বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কলকাতার পরই মোট সংক্রমণ ও মৃতের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা। এখানে গত ২৪ ঘন্টায় সেখানে ৮৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৬৬ হাজার ৫০৯ জন হয়েছে। অন্যদিকে এখানে একদিনে সুস্থ হয়েছেন ৮৪০ জন। ফলে এই পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৯৩ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে। তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ২১৯ জন হয়েছে। এছাড়া, এখানে একদিনে করোনাতে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ফলে তুলনামূলকভাবে ফের দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে বলে জানা গেছে। তবে এই পর্যন্ত মোট ১,৩৯৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে গত একদিনে রাজ্যে যে ৬১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে শহরে রয়েছে ১৭ জন, উত্তর ২৪ পরগনার ১৩ জন, দক্ষিণ ২৪ পরগনার ৩ জন, হাওড়ার ৬ জন, হুগলিতে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ২ জন, বাঁকুড়াতে ১ জন, বীরভূমে ২ জন, নদিয়াতে ২ জন, মুর্শিদাবাদে ২ জন, মালদাতে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ২ জন, উত্তর দিনাজপুরে ২ জন, জলপাইগুড়িতে ২ জন, দার্জিলিংয়ে ২ জন, এবং কোচবিহার ২ জন।

এছাড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়াও আরো কয়েকটি জেলার সংক্রমণ নিয়ে স্বাস্থ্য দপ্তর উদ্বেগ প্রকাশ করেছে। যাদের মধ্যে রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি,দুই মেদিনীপুর ও নদিয়া। এক্ষেত্রে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, হাওড়াতে ২২,৭১৬জন, দক্ষিণ ২৪ পরগনায় ২১,৮৩৯জন , হুগলিতে ১৬,১১২ জন, নদিয়াতে ১০,১৯২ জন, পূর্ব মেদিনীপুরে ১৩,৪৩০ জন ও পশ্চিম মেদিনীপুরে ১২,৫৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!