এখন পড়ছেন
হোম > অন্যান্য > ক্রিকেট প্রেমীদের জন্য বড়সড় সুখবর শোনালো বোর্ড! IPL উত্তেজনা খতম হতে না হতেই আসছে মহাধামাকা

ক্রিকেট প্রেমীদের জন্য বড়সড় সুখবর শোনালো বোর্ড! IPL উত্তেজনা খতম হতে না হতেই আসছে মহাধামাকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইপিএল শেষ হতে এখনো খানিকটা দেরি আছে। কিন্তু তার আগেই চলতি বছর থেকে শুরু করে ২০২৩ সালের ওয়াল্ড কাপ পর্যন্ত ক্রীড়া সূচি ঘোষণা করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তবে সেই সফরে যে কোহলিরা প্রথম দিনেই এডিলেডে গোলাপী বলে খেলবে, সেই কথাও জানা গিয়েছিল তাঁর কাছ থেকে। তবে এবার সামনে এসেছে তাদের আসন্ন অস্ট্রেলিয়া সফরের কথা।

বর্তমানে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে, দুবাই আমির্ষাহিতে। আর জানা গেছে, দুবাই থেকেই নাকি অস্ট্রেলিয়া সফরের জন্য উঠে যাবে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে করোনা পরিস্থিতির পর এই প্রথমবার তাদের কোনো আন্তর্জাতিক সিরিজে খেলতে দেখা যাবে। তবে এখানে শোনা গেছে আরো কিছু তথ্য।

জানা গেছে, সেই সিরিজের জন্যই নাকি ভারতীয় ক্রিকেটার সহ মোট ৩২ জনও অস্ট্রেলিয়ায় যাবেন। তবে এই কাজের জন্য কিছুদিনের মধ্যেই দল গঠনের নির্বাচকরা একত্রিত হবেন বলেও জানা গেছে। তবে ইতিমধ্যেই নির্বাচকদের কাছে বড় স্কোয়াড বানানোর জন্য বোর্ডের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে তথ্য সূত্রে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই নিয়ম কেন? জানা গেছে সফরে যাতে কোনো পরিবর্ত ক্রিকেটারের প্রয়োজন হলে সমস্যা না হয়, সেই কারণেই এতজন ক্রিকেটার সহ স্কোয়াড বাছা হয়েছে। সেইসঙ্গে অনুশীলনের সুবিধার জন্যও পর্যাপ্ত নেট বোলারও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এক্ষেত্রে সাপোর্ট স্টাফ, নির্বাচক এবং ক্রিকেটার মিলে সফরকারী ব্যক্তির সংখ্যা ৫০জন ছাড়িয়ে যাবে বলেও মনে করা হচ্ছে। তবে অন্যদিক থেকে দেখতে গেলে, দু মাসের টানা সফরে ভারত তিনটে করে ওডিআই, টি২০ এবং চারটে টেস্ট খেলবে। ফলে এই সিদ্ধান্ত যথেষ্টই যুক্তিসম্মত। তাই দেরি না করে একবারের বৈঠকেই তিন ফরম্যাটের স্কোয়াড বাছাই করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, জানা গেছে, ভারতীয় বোর্ডের তরফে নাকি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়মে বদল ঘটিয়ে ৭ দিন করার অনুরোধ করা হয়েছে। কারণ কোয়ারেন্টিন শেষ করে তবেই অনুশীলন শুরু করতে পারবেন বিরাট কোহলির দল। তবে এক্ষেত্রে সামনে এসেছে প্রাকটিসের কিছু নিয়ম।

জানা গেছে, তবে সেই সঙ্গে, আইপিএলে না খেলা জাতীয় দলের দুই তারকা চেতেশ্বর পূজারা এবং হনুমা বিহারী সহ সকলের জন্যই দুবাইতেই প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করা হতে পারে। এমনটাই জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। তবে সেক্ষেত্রে, আইপিএলে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রীদের যাওয়ার অনুমতি দেওয়া হবে কিনা সেটা ফ্র্যাঞ্চাইজির ওপর ছেড়ে দিলেও, এবারে জাতীয় দলের সফরে সেটা করা হচ্ছে না বলেও কিন্তু জানান হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!