এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় সুখবর চাকরীপ্রার্থীদের জন্য, শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে কাটতে চলেছে জট ? বাড়ছে জল্পনা

বড়সড় সুখবর চাকরীপ্রার্থীদের জন্য, শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে কাটতে চলেছে জট ? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে চলছে করোনা পরিস্থিতি। রাজ্যের অবস্থাও তথৈবচ। ইতিমধ্যে লকডাউন এর কারণে অনেকেই নিজেদের চাকরি হারিয়েছেন। জীবিকা হারিয়ে চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। অন্যদিকে, রাজ্যে বহুদিন ধরেই চাকুরীজীবীরা মুখিয়ে রয়েছেন শিক্ষকের চাকরি পাবার আশায়। কিন্তু এতদিন পর্যন্ত রাজ্য সরকার সেক্ষেত্রে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেই দেখা গেছে। সরকারি চাকরির ব্যবস্থাপনায় কিন্তু অবশেষে মিলছে সেই সুযোগ। রাজ্য সরকার এবার শিক্ষক ও শিক্ষাকর্মী হিসাবে চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ।

বিকাশ ভবনে এখন গুঞ্জন শোনা যাচ্ছে, এবার সরকারি স্কুলে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। সূত্রের খবর,সম্প্রতি বিভিন্ন জেলার ডিআইরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শিক্ষক এবং শিক্ষকদের শূন্যপদের তালিকা প্রস্তুত করতে শুরু করেছেন আর তাই এই নতুন গুঞ্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই অবশ্য উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারটি বহুদিন ধরে আটকে রয়েছে। তা নিয়ে ক্ষোভও জমেছে চাকুরীপ্রার্থীদের মনে।

বহু বিতর্ক, আন্দোলন হলেও সমাধানসূত্র মেলেনি। কিন্তু তার মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোনো নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে ছাত্র-শিক্ষক অনুপাত কমিয়ে 40:1 এর পরিবর্তে 35:1 করতে বলা হচ্ছে। আর তারপরেই 3:2 ফর্মুলায় মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে। অন্যদিকে মনে করা হচ্ছে, এই নিয়োগের মাধ্যমে উচ্চ প্রাথমিকে শিক্ষকদের যে ব্যাপক অভাব রয়েছে তা পূরণ করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই উচ্চ ক্লাসে শিক্ষকদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। ঠিক একই ভাবে শিক্ষাকর্মী পদেো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জানা গেছে, অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এতদিন পর্যন্ত রাজ্য সরকার আগে শিক্ষক নিয়োগ করে তারপরে বদলির আবেদন বিবেচনা করে দেখেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বদলির অর্ডার ইস্যু করলেও শিক্ষকরা শূন্য পদের জন্য কোনো স্কুলেই যোগ দিতে পারছেন না।

যার ফলে এবার নতুন পরিবর্তন শিক্ষা দপ্তর নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নতুন করে চাকরির সুযোগ সামনে আসতেই খুব স্বাভাবিকভাবে কিছুটা আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। তবে এ প্রসঙ্গে বিরোধীদের মন্তব্য মোটেই আশাব্যঞ্জক নয়। বিরোধীদের দাবি, 2021 তৃণমূল সরকারের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। আর সে ক্ষেত্রে চাকুরীজীবীদের মন পেতে এধরনের চিন্তা ভাবনার প্রকাশ রাজ্য সরকারের। পুরোটাই ভোটের ম্যাজিক বলেই বর্ণনা করছেন তাঁরা। আপাতত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ নিয়ে আগামীদিনে রাজ্য সরকারের পরিকল্পনার দিকে লক্ষ্য রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!