এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সর্বনাশ, এবার সরাসরি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন অভিষেকের! চড়ছে পারদ !

সর্বনাশ, এবার সরাসরি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন অভিষেকের! চড়ছে পারদ !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে কলকাতা হাইকোর্ট এসএসসি দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, ভোট-পরবর্তী হিংসার মতো একাধিক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে শুরু করেছে। অনেকেই বলছেন, বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে মেরুদন্ড সোজা রাখছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও বা অনেকেই বিচার ব্যবস্থাকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করছেন। আর এই পরিস্থিতিতে হলদিয়ার সভা থেকে সেই বিচার ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, এদিন হলদিয়ার শ্রমিক সংগঠনের একটি সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে এই তৃণমূল নেতা বলেন, “আমার বলতে লজ্জা লাগে, বিচার ব্যবস্থায় দু-একজন এমন আছেন, যারা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনোদিন! আদালত নিরাপত্তা দিতে পারে, অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ! আপনার যদি মনে হয়, সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন, তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যিকথা দুই হাজার বার বলব, 10 হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাধে না।”

একাংশ বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করার চেষ্টা করলেন। মূলত, বিচারপতি গঙ্গোপাধ্যায় একের পর এক নির্দেশ দিয়ে কার্যত রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য রাজ্য রাজনীতির উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!