এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মমতারই তো শিক্ষাব্যবস্থার মাথায় থাকা উচিত” হঠাৎ একি বললেন সুজন চক্রবর্তী!

“মমতারই তো শিক্ষাব্যবস্থার মাথায় থাকা উচিত” হঠাৎ একি বললেন সুজন চক্রবর্তী!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আনা হোক বলে একটি প্রস্তাব গ্রহণ করেছে। আগামী দিনে তাকে আইন আকারে রূপান্তরিত করার কথা ভাবতে শুরু করেছে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে সরব হয়েছে বিরোধীরা। তবে এবার এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত মানুষেরই শিক্ষাব্যবস্থার মাথায় থাকা উচিত বলে মন্তব্য করলেন তিনি। যদিও বা কটাক্ষ আকারেই এই মন্তব্য করেছেন হেভিওয়েট সিপিএম নেতা বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে তিনি বলেন, “উপাচার্য কেন ওনার নিয়ন্ত্রণের বাইরে থাকবেন ! ওনার মত মানুষ, যিনি নিরলস সাহিত্যচর্চা করে সর্বোচ্চ সম্মান পেয়েছেন, তারই তো থাকা উচিত রাজ্যের শিক্ষা ব্যবস্থার মাথায়। মুখ্যমন্ত্রীর মনে হয়, কাজ কম পড়েছে। ওনার সময়ের চাইতে কাজ কম পড়েছে। এটা গোটা বাংলার সমাজ জীবন ও শিক্ষা জীবনকে কলুষিত করা ছাড়া আর কিছু মনে করি না। খুবই দুর্ভাগ্য।” স্বভাবতই কটাক্ষ আকারে যে রাজ্যের এই সিদ্ধান্তকে কড়া ভাষায় আক্রমণ করলেন সুজন চক্রবর্তী, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!