এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার নতুন স্টেনকে রুখে দিতে কতটা কার্যকর ভ্যাকসিন? কতদিন থাকবে এর প্রভাব? জানালো বিশ্বখ্যাত সংস্থা

করোনার নতুন স্টেনকে রুখে দিতে কতটা কার্যকর ভ্যাকসিন? কতদিন থাকবে এর প্রভাব? জানালো বিশ্বখ্যাত সংস্থা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার নতুন স্টেন ডেল্টা প্রথম ভারতে পাওয়া গিয়েছিল। এখন যা ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রতেও সম্প্রতি পাওয়া গেছে ডেল্টা ভেরিয়েন্ট। ডেল্টা ভেরিয়েন্ট আবার নিজের মিউটেশন ঘটিয়ে তৈরি করেছে ডেল্টা প্লাস। যা থেকে করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। করোনার ভ্যাকসিন নতুন স্টেনের বিরুদ্ধে কতটা কার্যকরী? এ প্রসঙ্গে বিবৃতি দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ নির্মাণকারী সংস্থা জনসন এন্ড জনসন।

জনসন এন্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের তৈরি করা ভ্যাকসিন সমস্ত রকম স্টেনের বিরুদ্ধে ৮ মাস ধরে লড়াই করতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জনসন এন্ড জনসনকে ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল আমেরিকাতে। জনসন এন্ড জনসনের ভ্যাকসিন হলো সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। তাই এই ভ্যাকসিন একবার দিলেই যথেষ্ট। এরপর অনুমতি দেবার সময় এর বহু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এই ভ্যাকসিনেই অনুমতি দেবার সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, সমগ্র দেশবাসীর জন্য এটা অত্যন্ত ভালো খবর। করোনাকে দূর করার জন্য দেশের প্রচেষ্টায় এটা একটা বড় সাফল্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলবার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, দেশের মধ্যে নতুন করে আবার ছড়িয়ে পড়েছে করোনার নতুন স্টেন। তাই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিষয়গুলি সকলকে মেনে চলতে তিনি আর্জি জানান। তিনি আরও জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা করে জিতবেন? তা তাঁরা জানেন না। এ কারণেই সবাইকে সতর্কতা মেনে চলতে হবে।

প্রসঙ্গত, ইতিপূর্বে মনে করা হয়েছিল যে, জনসন এন্ড জনসন সংস্থার ভ্যাকসিনের তুলনায় মোডার্না, ফাইজারের ভ্যাকসিন অধিক পরিমাণ কার্যকরী। একাধিক বিশেষজ্ঞ জানিয়েছিলেন, দুডোজ ভ্যাকসিন নেবার পরবর্তীতে বুস্টার ডোজ নিলে, শরীরের প্রতিরোধ ক্ষমতা দীর্ঘদিন ধরে থাকবে। তবে, এ প্রসঙ্গে জনসন এন্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা নিশ্চিত যে, এখনই বুস্টার ডোজ নেবার কোন প্রয়োজন নেই। তাঁদের ভ্যাকসিন করোনার সমস্ত স্টেনকে প্রতিরোধ করতে সক্ষম। ভ্যাকসিন নেবার ২৯ দিনের সংক্রমণ রুখে দেবার ক্ষমতা তৈরি হয় শরীরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!