এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > একুশে বিজেপিকে রুখতে কি এবার তৃণমূল-বাম-কং মহাজোট? নতুন রাজনৈতিক সম্ভাবনা ঘিরে জল্পনা চরমে!

একুশে বিজেপিকে রুখতে কি এবার তৃণমূল-বাম-কং মহাজোট? নতুন রাজনৈতিক সম্ভাবনা ঘিরে জল্পনা চরমে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাম্প্রতিক কালে বাংলার রাজনীতিতে সবথেকে আলোচ্য বিষয় বর্তমানে কংগ্রেস ও তৃণমূলের রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর যে পারস্পরিক বোঝাপড়া চোখে পড়েছে, তাতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যে বাংলার প্রদেশ কংগ্রেস জোটের ইঙ্গিত পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। তবে ভার্চুয়াল বৈঠকে যেভাবে সোনিয়া ও মমতা পরস্পরকে গুরুত্ব দিয়েছেন, তাতেই একুশের বিধানসভা নির্বাচনে নতুন সমীকরণের আলোচনা চলছে সর্বত্র।

অন্যদিকে এই ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহবানে সাড়া দিয়েছেন মমতা ব্যানার্জি বলে জানা গিয়েছে। 2019 এর লোকসভা নির্বাচনের আগেও অবশ্য বিরোধী জোট গড়ে তোলা হয়েছিল। কিন্তু কেন্দ্রে যে সমীকরণ চলে, রাজ্যে কিন্তু তা চলেনা। সে কথা প্রমাণ করে দিয়েছেন স্বয়ং রাহুল গান্ধী। তিনি লোকসভা নির্বাচনের আগে এ বাংলায় তৃণমূলের বিরুদ্ধেই প্রচার চালিয়েছিলেন। তবে কেন্দ্রীয় স্তরে বিজেপি বিরোধী জোট যেভাবে গড়ে উঠেছে, সেভাবে এবার বাংলাতেও গড়ে তোলার চিন্তাভাবনা চলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং সিপিএম নেতারা দাবি করছেন, সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে যেভাবে আলোচনা করতে দেখা গিয়েছে, তা আসলে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ অবস্থানকে সুসংহত করার প্রচেষ্টা। তবে তৃণমূল নেতারা রাজ্য কংগ্রেসকে সেভাবে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন। তবে তৃণমূল নেতারা জানিয়েছেন, সোনিয়া গান্ধীর মতে বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে নির্ভরযোগ্য মুখ।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছে, সোনিয়া গান্ধী জাতীয় রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে জোট করতে চাইছেন। কিন্তু তার মানে এই নয় যে, তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস রাজ্যে মুখ খুলবেনা। আপাতত কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে জোরদার আলোচনা চলছে বাংলার রাজনৈতিক মহলে। তবে একথা সবাই স্বীকার করে নিচ্ছে, বাংলায় বাম, কংগ্রেস এবং তৃণমূল যদি একজোট হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করতে নামে, তাহলে কিন্তু এ রাজ্যে বিজেপি মুখ্যত ব্যাপক চাপের মুখে পড়বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!