এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উদ্ধত আচরণে মানুষ মুখ ফেরাচ্ছে, মাথা নীচু করে মানুষের কাছে ক্ষমা চান, কড়া বার্তা তৃণমূল মন্ত্রীর

উদ্ধত আচরণে মানুষ মুখ ফেরাচ্ছে, মাথা নীচু করে মানুষের কাছে ক্ষমা চান, কড়া বার্তা তৃণমূল মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অনেক নেতাদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে। ক্ষমতার বহর যত বেড়েছে, তৃণমূল নেতাদের দাপট ততই বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ উঠেছে, জনতা জনার্দনের ভোটে জিতে এসেও বেশকিছু তৃণমূল নেতা রক্তচক্ষুর সহিত রাজনীতি করতে শুরু করেছেন। অর্থাৎ মানুষকে তারা আর মানুষ বলে গণ্য করছেন না। যার ফলে সাধারণ মানুষের মনে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি আসনে তৃণমূল নেতাদের এই দুর্ব্যবহারের কারণেই দলকে পরাজিত হতে হয়েছে বলে দাবি করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে তৃণমূল নেতাদের ঔদ্ধত্য যাতে জয়ের পথে কাঁটা হয়ে না দাঁড়ায়, তার জন্য এখন থেকেই পদক্ষেপ নিতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব‌।

এবার ফালাকাটায় এসে দলীয় নেতাদের উদ্ধত আচরণ সম্পর্কে সকলকে সতর্ক করে দিলেন দলীয় পর্যবেক্ষক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার আলিপুরদুয়ার 1 ব্লকের মেজবিল প্রাথমিক স্কুলের মাঠে পূর্ব কাঠালবাড়ি পঞ্চায়েতের বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আগামী দিনে কিভাবে সকলকে পথ চলতে হবে, তার ব্যাপারে বার্তা দেন এই তৃণমূল নেতা। যেখানে সকলকে সতর্ক করে দিয়ে মানুষের সঙ্গে যাতে ভালো ব্যবহার করা হয়, তার নির্দেশ দিতেও দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষ দেখছে, তৃণমূল অনেক উন্নয়ন করছে। কাজ করছে। কিন্তু দলের নিচু উপরতলার কিছু নেতা আছে, যাদের দেখে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওই নেতাদের উদ্ধত ব্যবহার, তাদের অহংকার এবং তাদের দুর্ব্যবহার মানুষকে দুঃখ দিয়েছে। এখন ওই সমস্ত নেতাদের চিহ্নিত করুন। ওদের কোনোভাবেই আঘাত করা হবে না। ওদের দূরে সরিয়ে দেওয়া হবে। মানুষের কাছে মাথা নত করে বলুন, আমাদের ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিন। দয়া করে আমাদের আরেকটা সুযোগ দিন। আমরা আরও উন্নয়ন করব।”

আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই কথাতেই কার্যত স্পষ্ট যে, বিগতদিনে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে খারাপ ফলাফল হয়েছে, তার জন্য দলের বেশ কিছু নেতা প্রবলভাবে দায়ী। তাদের দুর্ব্যবহার মানুষ ঠিকমত গ্রহণ করতে পারেননি। আর তার ফলেই লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। তবে এই সমস্ত দিকগুলোকে বন্ধ করে দুর্ব্যবহারকারী নেতাদের যাতে গুরুত্ব দেওয়া না হয়, তার জন্যই এদিনের বৈঠক থেকে সকলকে সতর্ক করে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন কোনোভাবেই আর মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। কাজের মধ্যে দিয়ে মানুষের আরও কাছে পৌঁছে যেতে হবে বলে বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি। তবে রাজীববাবু দুর্নীতিগ্রস্ত এবং মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা নেতাদের গুরুত্ব না দেওয়ার কথা বললেও, তৃণমূলের জেলা স্তরের নেতারা শীর্ষস্তরের মন্ত্রীর এই বার্তাকে কতটা পালন করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!