এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া দাওয়াই, ফের বিতর্কে দিলীপ ঘোষ!

পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া দাওয়াই, ফের বিতর্কে দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই পঞ্চায়েত নির্বাচন। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচনে জোরদার লড়াই দিতে চাইছে বিজেপি। আর সেই লড়াইয়ের কথাই শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। যেখানে নবান্ন অভিযানের প্রস্তুতি নিয়ে জঙ্গলমহলে সভা করতে গিয়ে কার্যত তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, কর্মী সমর্থকদের কাঁচা বাঁশে তৈরি করে রাখার কথাও জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন জঙ্গলমহলে নবান্ন অভিযানের প্রস্তুতি নিয়ে একটি সভায় উপস্থিত হন দিলীপ ঘোষ। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এর আগে আমরা তৃণমূলকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম, পঞ্চায়েত নির্বাচন হবে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে প্রহসন হয়েছে। আমরা বিডিও অফিসে দিনের পর দিন ধরনা দিয়েছি, বসে থেকেছি। কিন্তু এবার আমরা প্রস্তুত‌। আমরা বুঝে গিয়েছি, তৃণমূল কি জিনিস। তাই সকলকে বলছি, কাঁচা বাঁশ তৈরি করে রাখুন। এমন করে তৈরি করে রাখবেন, যাতে গাট বেরিয়ে থাকে। মারলে যাতে লাগে।” অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি ফের আরও একবার বিতর্কের মুখে পড়ে গেলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!