এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কমিশনের আতসকাঁচে এবার তৃণমূলের হেভিওয়েট নেতা, তীব্র অস্বস্তি তৃণমূল শিবিরে

কমিশনের আতসকাঁচে এবার তৃণমূলের হেভিওয়েট নেতা, তীব্র অস্বস্তি তৃণমূল শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পঞ্চম দফা ভোটের আগে নির্বাচন কমিশন একের পর এক নোটিশ জারি করে চলেছেন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নজিরবিহীনভাবে 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজকে হেভিওয়েট বিজেপি নেতা রাহুল সিনহার বিরুদ্ধেও 48 ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কার্যত রাহুল সিনহা আর প্রচারে যেতে পারবেন না। পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও শোকজ করা হয়েছে। আর এবার শোকজ নোটিশ পাঠানো হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন সময় জেলার নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় বিজেপির তরফ থেকে। অভিযোগ তোলা হয়, তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’ মন্তব্য নিয়ে বারংবার অনুব্রত মণ্ডল অন্য ইঙ্গিত দিয়েছেন। আর তাই নির্বাচন কমিশনের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে সমস্ত অভিযোগের উত্তর দিতে বলা হয়েছে মঙ্গলবার রাতের মধ্যে। প্রসঙ্গত, বিজেপির অভিযোগ, অনুব্রত মণ্ডল প্রচারে বেরিয়ে নিজের কায়দায় দলীয় কর্মীদের ভোকাল টনিক দিচ্ছেন। বারবার ‘খেলা হবে’ বলে মন্তব্য করছেন তিনি। নিজেই ‘ভয়ঙ্কর খেলা হবে’ বলে অভিহিত করেছেন। আর এখানেই বিজেপির আপত্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

‘ভয়ঙ্কর খেলা’ বলতে কি বলা হয়েছে তা নিয়ে কমিশন অনুব্রত মন্ডলের জবাবদিহি চেয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, অনুব্রত মণ্ডল পক্ষান্তরে হুমকি দিচ্ছেন ভোটারদের, ভয় দেখাচ্ছেন। সেই সূত্রেই একই সাথে বিভিন্ন সভা থেকে বিজেপিকে বারবার আঘাত করারও নিদান দিচ্ছেন অনুব্রত মণ্ডল বলে অভিযোগ বিজেপির। আর বিজেপির অভিযোগ অনুযায়ী অনুব্রত মন্ডলের কাছে সমস্ত মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেলা নির্বাচন অফিসার সেই ব্যাখ্যা রাজ্য নির্বাচন কমিশনে পাঠাবে এবং তারপর সেটি যাবে দিল্লি নির্বাচন কমিশনে। প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনের সময়ও অনুব্রত মণ্ডলকে নির্বাচন কমিশন নজরবন্দি করে ফেলে।

লোকসভা নির্বাচনের দিন বীরভূমের তৃণোমূল নেতা অনুব্রত মন্ডলের সঙ্গে সবসময়ের জন্য নির্বাচন কমিশনের এক আধিকারিককে দেখা গিয়েছিল। এবার নির্বাচন কমিশন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে। তবে অনুব্রত মণ্ডলের উপরেও যদি নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে বীরভূম অঞ্চলে কিন্তু তৃণমূল বড়সড় ধাক্কা খাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত অনুব্রত মণ্ডল শোকজের কি উত্তর দেন এবং তার পরিপ্রেক্ষিতে কি শাস্তির খাঁড়া নেমে আসে তাঁর ওপর, সেদিকেই এখন নজর সবার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!