এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হিন্দুত্ত্বের রাজনীতিতে মুকুল রায় ‘ঢাল’ করতে চলেছেন স্বামীজিকে

হিন্দুত্ত্বের রাজনীতিতে মুকুল রায় ‘ঢাল’ করতে চলেছেন স্বামীজিকে


সবুজ ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানকারী মুকুল রায় তাঁর নতুন দলের ভাবমূর্তিতে আনতে চাইছেন জ্যোতির্ময় স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ। তিনি তাঁর রাজ্য দফতরের নতুন ঘরে প্রধানমন্ত্রী এবং বিজেপি দলের সর্বভারতীয় নেতাদের ছবিতে সম্মান প্রদর্শন করতে গিয়ে বাঙালী জাতির প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দকেও সসম্মানে স্মরণ করেছেন। এমনকি মুকুল বাবু স্বামীজীর ছবি সহ ব্যানার, কাট আউট, পোস্টার হোর্ডিং দিয়ে রাজ্যের সর্বত্র গেরুয়া রঙে ছেয়ে দেওয়ার চিন্তা করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে এই সব ছবির নীচে লেখা থাকবে, গর্ব করে বলো, আমি হিন্দু।
প্রসঙ্গত বিজেপিতে যোগ দিয়ে মুকুলবাবু প্রথমদিকে বলতেন ‘ভারতমাতার জয়’, কিন্তু উলুবেড়িয়ায় জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন সমর্থকদের উদ্দেশ্যে যে আপনারা যে ভাষা ভালোবাসেন, যে শব্দবন্ধ আপনাদের প্রাণের চেয়ে প্রিয় আমি সেই ভাষাতেই কথা বলব এবার থেকে। আর তারপরেই তিনি বলেন, ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রী রাম’ – আর তাঁর সঙ্গে গোটা সভাও সেই ধ্বনিতে মুখরিত করে তোলেন সমর্থকেরা। আর তাই রাজনৈতিক মহলের ধারণা বিজেপির অতি পরিচিত হিন্দুত্ত্বের তাস এবার বেরিয়েই পড়ল মুকুল বাবুর আস্তিন থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!