এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান নাম লেখালেন বিজেপিতে

প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান নাম লেখালেন বিজেপিতে

আবার ভাঙ্গন তৃণমূলে, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বিরোধী বিজেপি একের পর এক জায়গায় শাসকদলের নেতা-কর্মীদের দলে নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যের অন্য জায়গার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার রাজ্যের শাসকদলে ভাঙ্গন ধরল কাঁকসায়। রবিবার পানাগড় বাজারে বিজেপির একটি পথসভায় আয়োজন করে বিজেপি আর সেখানেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কাঁকসা পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুনীল দাস। বিজেপির রাজ্য সহ সভানেত্রী রাজকুমারী কেশরী সুনীলবাবুর হাতে গেরুয়া পতাকা তুলে দেন।
যোগদানের পর তিনি বলেন, দলের খারাপ সময়ে একমাত্র সদস্য বলতে আমি ছিলাম। কিন্তু, দল ক্ষমতায় আসার পর যথাযথ সম্মানটুকু পাওয়া যেত না। বর্তমানে মোদি সকারের উন্নয়ন দেখে আমিও সেই উন্নয়নে আজ থেকে যোগ দিলাম। যদিও সুনীলবাবুর এই অভিযোগকে সমূলে খণ্ডন করেছেন কাঁকসা ব্লকের তৃণমূলের জেলা পরিষদ সদস্য দেবদাস বক্সি। এদিন তিনি পাল্টা সুনীলবাবুর বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি জানান যে সুনীলবাবু নাকি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পর্ক রাখেননি। সাথে আরো যোগ করেন তিনি যে সুনীলবাবু বিজেপিতে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!