এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিতে বড়সড় দায়িত্ত্ব পেলেন মুকুল রায়

পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিতে বড়সড় দায়িত্ত্ব পেলেন মুকুল রায়


একসময়ের রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর নেতা ছিলেন মুকুল রায়। কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সরকারিভাবে তিনি এখনো দলের একজন সাধারণ সদস্য মাত্র। কিন্তু আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এবার বিজেপিতে তিনি বড়সড় পদ পেলেন। গতকাল পঞ্চায়েত কর্মশালায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের দুই কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও শিব প্রকাশের সামনে মুকুল রায়কে পঞ্চায়েত নির্বাচন কমিটির আহ্বায়ক হিসেবে ঘোষণা করেন। দলের গুরুত্ত্বপূর্ন নেতা ও প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যকে ওই কমিটির সহ-আহ্বায়ক করা হয়েছে।

নতুন দায়িত্ত্ব পেয়ে মুকুলবাবু বলেন, এ রাজ্যে বিরোধীশূন্য ভোট করার চেষ্টা চলছে, এটা আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। সব আসনে প্রার্থী দাঁড় করানো, মহিলা প্রার্থী খুঁজে পাওয়াও কম বড় চ্যালেঞ্জ নয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, ৫০% আসনে মহিলা দাঁড় করানো সব দলের পক্ষেই কঠিন কাজ। প্রতি কেন্দ্রে অন্তত ৩ প্রার্থীর নাম ঠিক করে রাখা উচিত। অনলাইনে মনোনয়ন জমা করতে দেওয়া না হলে আদালতে যাব। রাজ্য বিজেপির তরফে জানা গেছে, এবারের কমিটিতে আছেন মোট ১৬ জন। গতবারের কমিটির ১১ জন ছাড়াও জায়গা পেয়েছেন আরও ৫ জন সাধারণ সম্পাদক। এই কমিটির দেখাশোনার ভার দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুব্রত চ্যাটার্জির উপর বর্তেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!