এখন পড়ছেন
হোম > অন্যান্য > আগামীকালের মুম্বাই কলকাতা দ্বৈরথে কিভাবে ঘুঁটি সাজাতে চলেছে কেকেআর?দেখে নিন এক নজরে

আগামীকালের মুম্বাই কলকাতা দ্বৈরথে কিভাবে ঘুঁটি সাজাতে চলেছে কেকেআর?দেখে নিন এক নজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- এবছর আইপিএলে দীনেশ কার্তিকের অধিনায়কত্বের শাপমোচন করলেও তাঁর দলকে তিনি ঠিকভাবে খেলতে পারেননি বলেই মনে করা হচ্ছে। বস্তুত আইপিএলের ইতিহাসে গত বছর থেকে কেকেআরের পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচিত হতে দেখা গেছে নাইট দলকে। তাই আগামীকাল মুম্বাই এর সঙ্গে কেকেআরের দ্বৈরথ হওয়ার কথা যেখানে, সেখানে আইপিএলের অন্যতম সেরা টিম হিসাবে মুম্বাই নিজেকে প্রমাণ করেছে নিজের ক্ষমতাতেই। তাই কালকের ম্যাচ নিয়ে রয়েছে চূড়ান্ত উত্তেজনা।

প্রসঙ্গত উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে মুম্বাইয়ের বিরুদ্ধে নাইটদের আগামীকালের ম্যাচ নিয়ে এখন থেকে কিছুই বলা যাচ্ছে না। তাই আগামীকাল কঠিন ম্যাচে রোহিত শর্মার দলকে টেক্কা দিতে কিভাবে ঘুঁটি সাজালে জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, সেই নিয়ে জানা গেছে বিশেষজ্ঞদের কিছু মত। যদিও আগে দলকে সাজানো নিয়ে অনেক সমালোচনা শোনা গিয়েছিল, তবে এবার কি করবে নাইটরা সেটাই দেখার।

এখানে প্রথমেই উঠে এসেছে ওপেনার হিসেবে শুভমান গিলের কথা। আইপিএলের প্রথম ম্যাচে পোলার্ডের হাতে সাত রান নিয়েই ফিরতে হয়েছিল তাঁকে। তবে হিসেব বলছে আইপিএলের ৭ ম্যাচে তাঁর রান ২২৪। আইপিএল মৌসুমে তৃতীয়বার হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। তাই খেলার শুরুতে তাঁকে নামানোরটাই বেশি সংগত বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে এরপরেই আসে ব্যান্টনের নাম। টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই তিনি করে ফেলেছেন হাজার রানের বেশি। তাঁর বিধ্বংসী ইনিংসে কেকেআর সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে। যদিও নিতেশ রানাকে পুরনো পরপর কয়েকটা ম্যাচে ফর্মে পাওয়া যাচ্ছেনা, তবুও তিন নম্বরে তাঁকেই রাখতেই ভরসা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তাঁকে স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলতেই দেখা গেছে। তাই সাত ম্যাচে একটি হাফ সেঞ্চুরি করলেও রানাকে এইখানে রাখার কথা ভাবা হচ্ছে। চার নম্বরে অবশ্য ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেওয়া ইয়ন মরগানকে রাখলেই নাইটের সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। তবে মিডিল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে ইয়ন মর্গ্যান ছাড়া উঠে এসেছে রাসেলের নাম।

টুর্নামেন্টে ৬ উইকেট নিলেও তাঁর সংগ্রহে রয়েছে কেবল ৭১ রান। তাই জন্য এই বছর তাঁকে পাঁচ নম্বরে রাখলে ভালো হবে বলে মনে করছেন সমালোচকেরা। এরপর একে একে একে উঠে এসেছে রাহুল ত্রিপাঠী আর দীনেশের কথা। সে কারণেই এই জুটি ফিনিশার হিসেবে চেন্নাই ম্যাচের ৮১ রান এনে দিয়েছিল দলকে।

এছাড়া দীনেশ কার্তিক অধিনায়ক হিসাবে ভালো ফলাফল করতে না পারলেও তিনি সাত নম্বরে নামতে পারেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীকে খেলালে এবার কেকেআরদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে রাসেলকেও বোলিং করানো যেতে পারে মনে করছেন অনেকে। এছাড়া সম্ভাবনা করা হচ্ছে যে ফার্গুসনকে হয়তো এবার নাও নামাতে পারে কেকেআর।

কারণ কামিন্সের বদলে দল তাঁকে নিয়ে আসলেও তিনি কেবলমাত্র নিয়েছেন দুটি উইকেট। বদলে অনেক রান খরচ করছেন বলেও জানা গেছে। তাই মুম্বাইয়ের মতো শক্ত ম্যাচে কলকাতা এবার তাঁর বোলিংয়ের উপর হয়তো আর ভরসা করতে পারবে না বলেই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!