এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার হানা এবার নবান্নের 14 তলাতেও! চিন্তায় ঘুম উড়েছে প্রশাসনের! নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা

করোনার হানা এবার নবান্নের 14 তলাতেও! চিন্তায় ঘুম উড়েছে প্রশাসনের! নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা


পরিকাঠামোগত ভাবে যে জায়গা থেকে করোনাকে মোকাবিলা করার কাজ চলছে, এবার রাজ্য সরকারের সদরদপ্তর সেই নবান্নেই ঢুকে পড়ল করোনা ভাইরাস। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন নবান্নের 4 আমলা আধিকারিকের গাড়িচালক। যাকে কেন্দ্র করে এখন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্য সরকারের সদরদপ্তরে। আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে এই কারণে, যে চারজন ব্যক্তির করোনা ভাইরাস ধরা পড়েছে, তার মধ্যে তিনজন নবান্নের 14 তলায় বসেন।

যেখানে বসে অফিস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পরিস্থিতিতে সেই ভাইরাস সংক্রমিত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে দফায় দফায় নবান্ন স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক কড়া পদক্ষেপও গ্রহণ করেছে নবান্ন।

এতদিন নবান্নের 14 তলার ক্যান্টিন থেকে ভিআইপি এবং অতিথিদের জন্য চা, খাবার সরবরাহ করা হলেও, আপাতত সেটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, খাবার সরবরাহকারী সংস্থার কর্মীদের নবান্নের এক তলা থেকে যাতে অন্য তলায় যাওয়া না হয়, তার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেভাবে নবান্নের চার আমলা আধিকারিকের গাড়িচালক এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, তাতে প্রশাসনিক কর্তাদের মধ্যে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলছেন, আমলা এবং আধিকারিকদের গাড়ি করে নিয়ে আসার পর সমস্ত গাড়ি চালকরা এক জায়গায় একত্রিত হয়ে আড্ডা দেন। ফলে তাদের মধ্যে তখন সামাজিক দূরত্ব থাকে না। কিন্তু যেভাবে চার গাড়িচালক আক্রান্ত হলেন, তারপরেও যদি এক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা না হয়, তাহলে পরিস্থিতি বেগতিক হয়ে উঠবে। এদিকে নবান্নের উত্তর গেট এবং তার পাশের গেটে ইতিমধ্যেই একটি বেসিন রাখা হয়েছে। যেখানে হাত ধুয়ে কর্মীরা দপ্তরে প্রবেশ করবেন বলে খবর।

পাশাপাশি রাজ্য সরকারের সদর দপ্তরে এখন করোনাকে আটকাতে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে অনেকে বলছেন, প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসকে উপেক্ষা করে রাস্তায় নেমেছেন। বিশেষজ্ঞদের মতে, ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা অনেক বেশি।

সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে বাজারে গিয়ে দন্ডী কেটে মানুষকে সচেতন করছেন ঠিকই। কিন্তু সংক্রমণ যদি একবার শুরু হয় এবং রাজ্যের প্রশাসনিক প্রধান যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে পড়বে। তাই বিশেষজ্ঞরা বলছেন, আমলা কর্তাব্যক্তি থেকে শুরু করে জনপ্রতিনিধি, প্রত্যেকেরই এখন সচেতন থাকা উচিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!