এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাম না করেই দলের উচ্চপদের দায়িত্বে থাকা নেতাদের আবারও একহাত নিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি

নাম না করেই দলের উচ্চপদের দায়িত্বে থাকা নেতাদের আবারও একহাত নিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হারের পর থেকেই তথাগত রায় ক্রমাগত ক্ষোভ উগরে যাচ্ছেন বিজেপি চার হেভিওয়েট নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের দায়িত্বে থাকা নেতাদের প্রতি ক্ষোভ রয়েছে বিজেপি নেতা তথাগত রায়ের। আর সেই অনুযায়ী প্রায়ই তিনি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন। আবারও নতুন টুইট করেছেন তথাগত রায়। এবং তিনি অভিযোগ করেছেন, রাজ্যের দায়িত্বে থাকা তিন নেতা রাজ্য ছেড়ে পালিয়েছেন এবং একজন ফোন ধরছেন না।

তথাগত রায় আজ টুইট করে জানিয়েছেন, তাঁর কাছে একজন অত্যন্ত কান্নাকাটি করে জানিয়েছেন, রাজনৈতিক হিংসার কারণে বিজেপির হয়ে যারা কাজ করছিলেন তাঁরা এই মুহূর্তে ঘরছাড়া। বড়োসড়ো আর্থিক জরিমানা না দিলে ঘরে ফেরা যাচ্ছেনা। এবং তারপরেই শুধুমাত্র নামের আদ্যক্ষর দিয়ে আক্রমণ করেছেন বিজেপির নেতাদেরকে তথাগত। শুধুমাত্র k.s.a.d এই চারটি অক্ষরের নাম নিয়েছেন। এবং জানিয়েছেন, তিন নেতা রাজ্য ছেড়ে চলে গেছেন এবং একজন ফোন ধরেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই প্রশ্ন তুলবেন এরা কারা? যারা তথাগত রায়ের লেখার সঙ্গে পরিচিত, তাঁরা জানেন, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির লেখার ধরন এটি। মূলত তিনি কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং দিলীপ ঘোষের কথা বলেছেন। প্রসঙ্গত জানা গিয়েছে, তথাগত রায় রাজ্যে বিজেপির হারের কারণ নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন নিজের তাগিদে এবং সেই রিপোর্ট তিনি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করবেন বলেও জানিয়েছেন।

অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে তথাগত রায় বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় দিনই গেরুয়া শিবিরের উচ্চপদে দায়িত্বে থাকা নেতাদের আক্রমণ করে চলেছেন, তা এক প্রকার গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলছে। পাশাপাশি তথাগত রায় দলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলছেন। প্রসঙ্গত তথাগত রায় দীর্ঘদিনের বিজেপি নেতা। এবং রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন এবারের নির্বাচনে তিনি বিজেপির অন্যতম মুখ হয়ে উঠতে চেয়েছিলেন। বিজেপি নেতারা অবশ্য তাঁকে ব্যবহার করেনি। প্রশ্ন উঠছে, সেই কারণেই কি তথাগত রায়ের এত ক্ষোভ?

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!