এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নন্দীগ্রাম মামলার শুরুতেই শুভেন্দু অধিকারী বিপাকে, তীব্র চাপানউতোর

নন্দীগ্রাম মামলার শুরুতেই শুভেন্দু অধিকারী বিপাকে, তীব্র চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টগতকাল ছিল নন্দীগ্রাম মামলার শুনানি হাইকোর্টে। প্রথম থেকেই শুভেন্দু অধিকারী এই মামলা রাজ্যের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি করে আসছেন। সেই মর্মে তিনি মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। হাইকোর্টের সাথে সাথে সুপ্রিম কোর্টেও নন্দীগ্রাম মামলা রাজ্য থেকে সরানোর যে আবেদন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই আবেদনের ভিত্তিতে মামলা শুরু হয়েছে। সেই অনুযায়ী শুভেন্দু অধিকারী মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন হাইকোর্টে। যদিও তাঁর আবেদন রাখা হয়নি।

বরং 29 নভেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের প্রতি অনাস্থা কেন? সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। তবে অন্যদিকে সুপ্রিমকোর্টের পক্ষ থেকেও হাইকোর্টের মামলার উপর কোন স্থগিতাদেশ জারি করা হয়নি বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোটের ফলাফল নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় মামলাটি গিয়েছিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু গেরুয়া শিবিরের সাথে যোগাযোগ থাকার অভিযোগের কারণে মামলা থেকে সরে যান বিচারপতি কৌশিক চন্দ। তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লক্ষ টাকা জরিমানা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বেঁকে বসেন এবং তাঁর দাবি, যদি রাজ্যের বাইরে এই মামলা সরানো না হয়, তাহলে তিনি সুবিচার পাবেন না। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। জানা গিয়েছে, আগামী পয়লা ডিসেম্বর কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানি হবে।

অন্যদিকে তার আগে 29 তারিখের মধ্যে শুভেন্দু অধিকারীকে লিখিত রিপোর্ট জমা দিতে হবে অনাস্থা সংক্রান্ত। পাশাপাশি সুপ্রিমকোর্টেও নন্দীগ্রাম মামলার শুনানি হতে চলেছে আগামী 28 শে নভেম্বর। সব মিলিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনমতেই চাপমুক্ত হতে পারলেন না, বরং তাকে সমস্যায় পড়তে হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপাতত মামলার অভিমুখ কোন দিকে এগোতে পারে আগামী দিনে, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!