এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরোভোট নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী, অস্বস্তিতে শাসকদল

পুরোভোট নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী, অস্বস্তিতে শাসকদল

রাজ্যে একের পর এক পুরসভার মেয়াদ শেষ হলেও হচ্ছে না পুরো ভোট। এ নিয়ে এদিন বহরমপুরে শাসকদলের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যে মোট ১৭ টি পৌরসভা এর মেয়াদ শেষ হবে। কিন্তু সেগুলোতে নির্বাচনের কি হবে তা নিয়ে এখনো কিছু স্পষ্ট হয়নি।

আর্শি তোমার সাথে সামনে এনে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরী।বুধবার বহরমপুরে কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে পুরো ভোট নিয়ে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অধীর বাবু।

মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন নিজেকে ও নিজের দলকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে মরিয়া। আর তাই এভাবে নির্বাচন বন্ধ রেখে নিজের মেকওভার করছেন মমতা।তিনি আরও বলেন, এখনই যদি পুরসভার ভোট হয় তবে লোকসভা ভোটের আগে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে।কেননা তৃণমূলের দশটা নেতার দশটা তালিকা হলে কে পার্থী হবে ভোট বাছাই হলেই তা নিয়ে দলের অভ্যন্তরে কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। আর পঞ্চায়েতের মতো পুরো ভোটকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠবে গোটা রাজ্য।

অধীর বাবু দাবি করেন, তৃণমূল নেতারা এখন থেকেই বোমা পিস্তল মজুত করে রেখেছে। একবার ভোট ঘোষণা হলেই নিজেদের মধ্যে লড়াইয়ে নেমে পড়বে। আর সেই অশান্তি যাতে না হয় সেজন্যই ভোট পিছিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর রাজ্যের প্রশাসন কে কাজে লাগিয়ে আগেভাগেই নিজেদের প্রার্থী ঠিক করে নিচ্ছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তৃণমূল কংগ্রেসের এই ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা আর পেছনের কারণ ও তিনি ব্যাখ্যা করেন। তাঁর কথায়,লোকসভা ভোটের আগে যদি তৃণমূলের অন্তর্কলহ এইভাবে প্রকাশ্যে আসে তবে তার প্রভাব পড়বে ভোটবাক্সে তাই তৃণমূল এতটা সাবধানী পদক্ষেপ নিচ্ছে। অধীরবাবুর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!