মুনমুন সেনকে ‘বেড-টি’ সময়ে না দেওয়া ‘বিজেপির চক্রান্ত’? গ্রেপ্তার দায়িত্বে থাকা ‘রাঁধুনি’? বর্ধমান রাজ্য May 1, 2019 বাংলায় সবে সমাপ্ত হয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণ – এখনও বাকি তিন দফার ভোটগ্রহণ। এরমধ্যেই গোটা বাংলা জুড়ে বহুল চর্চিত বিষয় হল – বেড-টি! বাংলার চতুর্থ দফার ভোটগ্রহণে অন্যতম আসন ছিল আসানসোল। ২০১৪ সালে রাজ্যজুড়ে প্রবল ঘাসফুল-হাওয়ার মধ্যেও এই আসানসোল কেন্দ্র থেকে সবাইকে চমকে দিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ও মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দোলা সেনকে হারিয়ে সাংসদ হন বিজেপির বাবুল সুপ্রিয়। পরবর্তীকালে তিনি কেন্দ্রে মন্ত্রীত্বও পান। আর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র হাত ধরে আসানসোলে প্রভূত উন্নয়ন হয়েছে বলে দাবি বিজেপি শিবিরের। ফলে, এই আসনে বাবুল সুপ্রিয়র জয় নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল! আর তাই রাজনৈতিক মহলে জল্পনা ছিল, তৃণমূল কংগ্রেসের তরফে এই আসনে কে প্রার্থী হবেন? প্রাথমিকভাবে শত্রুঘ্ন সিনহা, অভিজিৎ ঘটক, জিতেন্দ্র তিওয়ারি, দীপ্তাঙশু চৌধুরী সহ একাধিক নেতার নাম শোনা গেলেও, সবাইকে চমকে দিয়ে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে মুনমুন সেনকে। গতবার বাঁকুড়া থেকে জিতলেও, সেখানে তৃণমূলের এই সেলিব্রিটি সাংসদকে সেইভাবে দেখায় যায় নি বলে অভিযোগ। রাজনৈতিক মহলের বক্তব্য, বাঁকুড়াবাসীর ক্ষোভ থেকে দূরে রাখতেই এই সেলিব্রিটি সাংসদকে এবার আসানসোলে পাঠানো হয়েছিল। আসানসোলে গিয়ে প্রচারপর্বে কখনো মৃতা মা সুচিত্রা সেনের আত্মার শান্তি কামনায় ভোট চেয়ে, ক্ষোব প্রচারের মঞ্চে হনুমান নিয়ে, কখনো বা ‘চোখ মেরে’ বিতর্ক বাড়িয়েছেন তৃণমূলের এই সেলিব্রিটি বিদায়ী সাংসদ। কিন্তু, অতীত দিনের এই নায়িকা সব থেকে বড় চমকটা বোধহয় তুলে রেখেছিলেন নির্বাচনের দিনের জন্য। ভোটের দিন সকাল থেকেই, আসানসোলের বিভিন্ন অংশে উত্তেজনার খবর আসতে থাকে। কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা, কোথাও মারামারি – সবরকমের খবর নিয়েই সেদিন আসানসোল ছিল খবরের শিরোনামে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর, যেখানেই গন্ডগোলের খবর সেখানেই পৌঁছে গিয়ে, কার্যত নিজের নির্বাচনী ক্ষেত্র চোষে ফেলেছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আর বাবুল সুপ্রিয়র এই অতি সক্রিয়তার জেরে তৃণমূল সমর্থকরা তাঁকে ঘিরে ধরে, বিক্ষোভ দেখিয়ে, গাড়ির কাঁচ ভেঙে আটকানোর চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়। কিন্তু, যিনি তৃণমূলের প্রার্থী সেই সেলিব্রিটি মুনমুন সেন কোথায়? এই প্রশ্ন যখন আসানসোলের আকাশে-বাতাসে, তখন প্রায় দুপুরের দিকে, তিনি সংবাদমাধ্যমকে জানান যে, তাঁকে সময়মত ‘বেড-টি’ দেওয়া হয় নি বলে তাঁর ঘুম ভাঙতে দেরী হয়ে গেছে, গন্ডগোলের কোনো খবরই তিনি জানেন না! মুনমুনদেবীর এহেন মন্তব্যের জেরে শুরু হয় তীব্র বিতর্ক! কেননা সাংসদ হিসাবে এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ভোটভিক্ষা করেন প্রার্থীরা, সেখানে ভোটের দিন ‘বেড-টি’ না পাওয়ায় ঘুম ভাঙে না যে প্রার্থীর, তিনি আগামীদিনে মানুষের বিপদে-আপদে কতটা পাশে দাঁড়াবেন? এই প্রশ্নজালে আসানসোল জুড়ে কার্যত ঝড় তুলে দেন গেরুয়া শিবিরের নেতারা! নির্বাচনের দিনে এই ধরনের মন্তব্য দলের বা প্রার্থীর ভাবমূর্তিও খারাপ করতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা! আর এবার এক ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ‘বেড-টি’ ঘটনার পিছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল শিবির! ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুনমুন সেনকে ‘বেড-টি’ দেওয়ার দায়িত্বে থাকা রাঁধুনি আদতে বিজেপি-কর্মী বলে অভিযোগ জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগ, তিনি ইচ্ছে করে সময়মত ‘বেড-টি’ না দিয়ে চক্রান্ত করেছেন। এমনকি, এই অভিযোগের ভিত্তিতে, সেই ‘বিজেপি-কর্মী’ রাঁধুনীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে বলে দাবি ওই ইংরেজি সংবাদমাধ্যমের। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ইংরেজি সংবাদমাধ্যমে কিছু লেখা নেই, প্রিয় বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -