এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নিহতদের পরিবারকে কলকাতায় ডেকে এনে কিসের রাজনীতি!” মমতাকে তীব্র কটাক্ষ সুকান্তর!

“নিহতদের পরিবারকে কলকাতায় ডেকে এনে কিসের রাজনীতি!” মমতাকে তীব্র কটাক্ষ সুকান্তর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িষার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় বাংলার অনেকেই প্রাণ হারিয়েছেন। আর এই পরিস্থিতিতে নেতাজি ইন্ডোরে সেই সমস্ত নিহতদের পরিবারকে ডেকে আর্থিক সাহায্য প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অনুষ্ঠান এবং কর্মসূচি নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, কেন্দ্রীয় সরকার তো জেলা শাসক বা রেলের কর্তাদের মাধ্যমে নিহতদের পরিবারের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিচ্ছে। কিন্তু কাছের মানুষ বিয়োগ হওয়ার পর তাদেরকে কলকাতায় ডেকে এনে কেন রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী!

প্রসঙ্গত, এদিন নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমার পরিবারের যদি কেউ মারা যায় এবং আমার যদি কলকাতাতে বাড়ি না হয়, তাহলে আমাকে যদি কেউ আর্থিক সাহায্য দেওয়ার কথা বলে, তাহলে আমি সেটা নিতে কলকাতায় আসব! এই পরিস্থিতি কি থাকে মানুষের! আজকে যাদের কাছের মানুষ হারিয়ে গিয়েছে, তাদেরকে কলকাতায় ডেকে এনে রাজনীতি করার কি খুব প্রয়োজন ছিল! কেন্দ্রীয় সরকার তো 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার জেলাশাসক বা রেলের কর্তাদের মাধ্যমে বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে দিচ্ছে। তাদের এই দুঃখের সময়ে কোথাও ডেকে আনছে না। আসলে এই সমস্ত কিছু করে রাজনীতি করা হচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, একদম সঠিক জায়গায় সঠিক যুক্তি পরিবেশন করেছেন সুকান্ত মজুমদার। সত্যিই তো তাই, যদি সাহায্য করার মতো মানসিকতাই থাকত, তাহলে তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা জেলাশাসকের মাধ্যমে সেই আর্থিক সাহায্য পৌঁছে দিতে পারতো রাজ্য সরকার। কিন্তু তা না করে যেভাবে প্রিয়জনের বিয়োগ হওয়া সত্ত্বেও সেই সমস্ত পরিবারের সদস্যদের কলকাতায় নিয়ে আসা হয়েছে, তাতে বিজেপির রাজ্য সভাপতির তোলা প্রশ্ন অত্যন্ত যুক্তিসঙ্গত বলেই দাবি করছেন গেরুয়া শিবিরের ঘনিষ্ট মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!