এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পৌরসভায় সিবিআই হানা নিয়ে মুখ খুললেন মমতা, কি বললেন! জেনে নিন!

পৌরসভায় সিবিআই হানা নিয়ে মুখ খুললেন মমতা, কি বললেন! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকদিন ধরেই শোরগোল পড়েছে রাজ্যে। আর এই পরিস্থিতিতে বুধবার রাজ্যের একাধিক পৌরসভায় সিবিআই হানা দিয়েছে। শুধু তাই নয়, পুর এবং নগরোন্নয়ন দপ্তরেও হানা দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে মুখ খুলে কেন্দ্রীয় সংস্থাকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন ওড়িশার বালেশ্বরে নিহত এবং আহতদের পরিবারকে সাহায্য প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নেতাজি ইন্ডোরে সেই কর্মসূচি থেকেই রাজ্যের একাধিক পৌরসভায় সিবিআই হানা দেওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আজকে একাধিক পৌরসভায় সিবিআই পাঠিয়ে দিয়েছে। এমনকি পৌর ও নগরোন্নয়ন দপ্তরেও পাঠিয়ে দিয়েছে। এবার কি বাথরুমেও সিবিআই ঢুকবে! ওয়াশরুমেও ঢুকবে! জিজ্ঞেস করুন।”

একাংশ বলছেন, শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে যথেষ্ট চাপে রাজ্য। একের পর এক হেভিওয়েট গ্রেফতার হয়েছেন। আর সম্প্রতি পৌরসভার নিয়োগ দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে। আর সেই ব্যাপারে রাজ্যের একাধিক পৌরসভায় সিবিআইয়ের পক্ষ থেকে হানা দিতেই রীতিমত চাপে পড়েই সেই কেন্দ্রীয় সংস্থাকে কটাক্ষ করতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী বলেই দাবি করছে সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!