এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রিম কোর্টের রায়ের পর রেশনে খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে আধার নিয়ে চাপে রাজ্য

সুপ্রিম কোর্টের রায়ের পর রেশনে খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে আধার নিয়ে চাপে রাজ্য


সম্প্রতি মোবাইল এবং ব্যাঙ্কের বইয়ে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে সুপ্রিম কোর্ট একটি রায় দিলে তাতে যে প্রথম থেকে এই ব্যাপারে দাবি তোলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই জয় হয়েছে সেই ব্যাপারে ঢালাও প্রচার করেছিল রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। কিন্তু মোবাইল এবং ব্যাঙ্কে আধার কার্ড বাধ্যতামূলক না হলেও রেশন ব্যাবস্থায় সেই আধার নম্বর বাধ্যতামূলক হওয়ায় চরম ফাঁপড়ে পড়েছে সেই বাংলার তৃনমূল সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে বারবার বলা সত্তেও রাজ্যের রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্তির ক্ষেত্রে খুব একটা জোর দেয়নি রাজ্য। এমনকী কমাস আগেই কেন্দ্রের খাদ্য মন্ত্রকের তরফ থেকে দেশের সমস্ত রাজ্যকে একটি চিঠি পাঠিয়ে বলা হয় যে, যেসব রেশন গ্রাহকদের আধার কার্ড রয়েছে তাদের নম্বর সেই রেশনিং ব্যাবস্থার সাথে যুক্ত করার জন্য বাড়ি বাড়ি ঘুরে বিশে অভিযান চালাতে হবে খাদ্যদপ্তরের আধিকারিকদের।

পাশাপাশি যাদের আধার নেই, তাদের আধার কার্ড তৈরির ব্যাপারে জোর দিতেও বলা হয়েছিল সেই চিঠিতে। তবে আধার না থাকার জন্য কোনোও গ্রাহককে রেশনিং ব্যাবস্থা থেকে বঞ্চিত করা যাবে না বলেও জানিয়ে দিয়েছিল কেন্দ্র। জানা গেছে, এখনও পর্যন্ত এই রাজ্যের 35 শতাংশ রেশন গ্রাহকের ডেটাবেসে আধার নম্বর সংযুক্তিকরনের কাজই সম্পন্ন হয়নি। ফলে সুপ্রিম কোর্টের তরফ থেকে রেশনেও আধার নম্বর সংযুক্তিকরনের নির্দেশ দিলে এখন সেই কাজ কিভাবে সম্পন্ন করবে রাজ্য তা ভেবে পাচ্ছেন না কেউই।

জানা গেছে, রাজ্যের কয়েকটি জেলার তিনশো রেশন দোকানে ডিজিটাল রেশন কার্ডের সাথে আঙুলের ছাপের মাধ্যমে গ্রাহকদের আধার নম্বর যাচাইয়ের জন্য ইলেকট্রিক পয়েন্ট অব সেলস মিশন বসাতে একটি বেসরকারি সংস্থাকে বরাতও দিয়েছে রাজ্য। কিভাবে সম্পন্ন হবে এই আধার সংযুক্তকরনের কাজ?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রশ্নের উত্তরে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্রের তরফে নতুন নির্দেশ এলেই তা নবান্নকে জানানো হবে। নবান্ন যা বলবে তাই করবে খাদ্যদপ্তর।” তবে খাদ্যমন্ত্রী যাই বলুক না কেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই রেশনের সাথে আধার সংযুক্তির কাজ কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রবল চিন্তায় খাদ্যভবনও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!