এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “আমার কাছে নেই, এদের কাছে এত 2 হাজারের নোট কেন!” তৃণমূলকে চাপে ফেললেন সুকান্ত!

“আমার কাছে নেই, এদের কাছে এত 2 হাজারের নোট কেন!” তৃণমূলকে চাপে ফেললেন সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িশার বালেশ্বরে রাজ্যের যে সমস্ত মানুষ মারা গিয়েছেন, তাদের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্য করছে শাসক দল। ইতিমধ্যেই তাদের বাড়িতে পৌঁছে গিয়ে অর্থনৈতিক সাহায্য করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। যেখানে দেখা গিয়েছে, দু হাজার টাকার নোট দিয়ে সেই সমস্ত মানুষকে সহযোগিতা করা হয়েছে। আর তারপরেই গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল বিজেপি। তাদের দাবি, কিছুদিন পরেই যেখানে এই নোট বাতিল হয়ে যাচ্ছে, সেখানে এই সমস্ত মানুষকে সেই নোট দিয়ে কি আরও চাপের মুখে ফেলা হচ্ছে না! আর এবার আরও একবার সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে চাপের মুখে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “দেখুন 2 হাজার টাকার নোট এখনও অবৈধ হয়নি। তবে আপনি যাদের এই নোটগুলো দিয়ে সাহায্য করলেন, তাদেরকে আবার সেপ্টেম্বরের 30 তারিখের আগে গিয়ে সেই নোট বদল করতে হবে। অর্থাৎ তাদের আবার ব্যাংকে যেতে হবে। মানে তাদেরকে আপনি আবার একটা চাপের মুখে ফেলে দিলেন। আর এদের কাছে এত 2 হাজার টাকার নোট আসে কোথা থেকে! আপনি আমার পার্সে দেখুন বা আপনার নিজের পার্সে দেখুন, কোনো 2 হাজার টাকার নোট নেই। এদের কাছে এই নোট এত আসে কোথা থেকে!”

একাংশ বলছেন, শাসকের পক্ষ থেকে এই আর্থিক সাহায্য করার পর থেকেই গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিজেপির একাংশ দাবি করেছে, সামনেই 2 হাজার টাকার নোট বাতিল হয়ে যাবে। তাই তার আগে সেই সমস্ত কালো টাকা এইভাবে আর্থিক সাহায্য প্রদানের মধ্যে দিয়ে সাদা করতে চাইছে রাজ্যের শাসক দল। আর এই পরিস্থিতিতে সেই বিষয় নিয়ে আরও একবার প্রশ্ন তুলে তৃণমূলকে চাপে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!