এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নিজের সহায়তা কেন্দ্রে হামলার প্রতিবাদে শাসকদল তৃণমূলকে ওড়িয়া ভাষায় সতর্ক করলেন শুভেন্দু অধিকারী

নিজের সহায়তা কেন্দ্রে হামলার প্রতিবাদে শাসকদল তৃণমূলকে ওড়িয়া ভাষায় সতর্ক করলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   তৃণমূলের সঙ্গে যখন তাঁর সম্পর্ক তলানীতে ঠেকেছিল, সেসময়ই নন্দীগ্রামে সহায়তা কেন্দ্র খুলেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পরও চালু ছিল তাঁর সহায়তা কেন্দ্র। গত শনিবার তাঁর সহায়তা কেন্দ্রে দুষ্কৃতী হামলা ঘটে। এর প্রতিবাদে আজ মৌন মিছিল ও পথসভা করলেন শুভেন্দু অধিকারী। মিছিলের পর পথসভা থেকে শাসক দল তৃণমূলকে একাধিক হুঁশিয়ারি দিলেন তিনি। উড়িয়া ভাষায় তিনি জানালেন, ” চখা আঁখি সবু দেখুচি! ”

” চখা আঁখি সবু দেখুচি! ” এই উড়িয়া কথাটির বাংলা অর্থ হলো, তিনি সব কিছু দেখছেন। এভাবে, প্রভু জগন্নাথ দেবের প্রসঙ্গ উত্থাপন করে শাসকদল তৃণমূলকে সতর্ক করলেন তিনি। তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারী কখনো ভয় পায় না। তাঁকে ভয় পাইয়ে কোন লাভ হবে না। যা কিছু নোংরামি, সবকিছু তিনি লিখে রাখছেন। সুদে-আসলে সব কিছু ফেরত নেবেন তিনি। তিনি জানালেন, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের ছবি ধরা পড়েছে। পুলিশের কাছে এফআইআর করা হয়েছে।

শুভেন্দু অধিকারী জানালেন যে, প্রভু জগন্নাথের মত সমস্ত কিছু তাঁর নজরে আছে। পুলিশকে তিনি তিন দিন সময় দিয়েছেন। তিন দিনের মধ্যে পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে, তবে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আদালতে যাবার হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি জানালেন, কখনই তিনি ছাড়ার লোক নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানালেন যে, তাঁর কর্মীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এখন তাঁর সহায়তা কেন্দ্র তিনি বন্ধ রাখছেন। তবে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে, তিনি আবার তাঁর সহায়তা কেন্দ্র খুলবেন বলে জানালেন। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন যে, নন্দীগ্রামের মানুষকে তিনি বলতে চান, ভয় না পেতে। নির্বাচনী আচরণবিধি ঘোষণা হলেই দেখা যাবে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী কি কি পদক্ষেপ গ্রহণ করে।

গরু পাচার, কয়লা পাচার কাণ্ডের বিষয়ে শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। তিনি জানালেন, আজ সকাল থেকে কয়লা পাচার কাণ্ডে ১২ টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। গণেশ বাগাড়িয়ার ঘরে ঢুকে তল্লাশি করেছে ইডি। তৃণমূলের যুবনেতা হলেন বিনয় মিশ্র। আরেকটা চৌখাট পার হতে পারলেই তোলাবাজ ভাইপো। তিনি জানালেন, রাজ্যের ক্ষমতায় আসছে বিজেপি। পুরুলিয়ায়, বাঁকুড়ায় তৃণমূল খাতা খুলতেও পারবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!