এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নিজের খাসতালুকেই তীব্র বিক্ষোভের সামনে লকেট চ্যাটার্জি! পিছনে বিজেপি না তৃণমূল – শুরু তরজা

নিজের খাসতালুকেই তীব্র বিক্ষোভের সামনে লকেট চ্যাটার্জি! পিছনে বিজেপি না তৃণমূল – শুরু তরজা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগের ওপরই জোর দিতে দেখা গেছে শাসক এবং বিরোধী সব পক্ষকেই। আর সেখানে বিজেপির হয়ে বাংলার ঘরের মেয়ে হয়ে ওঠা লকেট চ্যাটার্জির অনেক কর্মসূচিই ইতিমধ্যে জনসমক্ষে এসেছে। সেখানে কিছুদিন আগে সিঙ্গুরে জনসংযোগে যেতে দেখা গেছে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।

সেখানে কিছুদিন আগে সিঙ্গুরের কাপাসারিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কৃষকদের সঙ্গে দেখা করে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানেই সম্প্রতি দলীয় কর্মসূচী উপলক্ষে পান্ডুয়া যেতে দেখা গিয়েছিল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। তবে সেখানে গিয়েই তিনি নিজের দলীয় কর্মীদের অনুরোধ রাখতে না পারায়, তাঁদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছেন বলে জানা গেছে।

শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধও।চলে। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। সেইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় বলেও জানা যায়। বস্তুত, গত সপ্তাহে সিঙ্গুর থেকে ‘শুনুন চাষীভাই’ কর্মসূচী পালনের পর জনসংযোগ যাত্রা শুরু ‌করেছিলেন লকেট চ্যাটার্জি।

আর সেখানেই মঙ্গলবার বলাগড়ের সোমরায় আদিবাসীদের সঙ্গে জনসংযোগ কর্মসূচী পালনের পর খামারগাছি হয়ে পান্ডুয়ার পাঁচগড়ায় একটি কর্মী বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সেই সময় পাঁচগড়ায় অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠক শেষে বিজেপি কর্মী-সমর্থকরা সাংসদকে স্থানীয় কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য অনুরোধ করেন বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু অন্য জায়গায় আগে থেকে কর্মসূচী থাকার জন্য তাঁদের কথা রাখতে পারেননি তিনি। আর এতেই নাকি ক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার কিছু বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ এরপরই নাকি সাংসদের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পান্ডুয়া থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে লকেট চট্টোপাধ্যায়কে সাহায্য করেন বলে জানা গেছে।

এই ঘটনায় হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, এদিন সাংসদের সারাদিন নানা কর্মসূচি ছিল। কিন্তু, বিরোধীরা ষড়যন্ত্র করে ওনার গাড়ি আটকানোর চেষ্টা করে। যদিও আগে থেকে ঠিক থাকায় পান্ডুয়ার মতুয়া আশ্রমে পুজো দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু, আচমকা কিছু মানুষ অন্য একটা কালী মন্দিরে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন।

তবে সময়ের অভাব থাকায় তা হয়ে ওঠেনি। আর সেকারণে তাঁকে ঘিরে এহেন অবরোধ দেখে তিনি মনে করেছেন, বিরোধীরা তাঁদের হেনস্তা করার জন্যই এই ধরনের চক্রান্ত করেছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, আগে থেকেই লকেট চট্টোপাধ্যায়ের ওই এলাকায় থাকা মতুয়া সম্প্রদায়ের একটি আশ্রমে পুজো দিতে যাওয়ার কথা ছিল।

মঙ্গলবার সাংসদ পান্ডুয়া যাওয়ার পর সেই কথা শুনেই অন্য একটি কালী মন্দিরে যাওয়ার আবেদন করা হয়। কিন্তু আসলে ইচ্ছা করে গন্ডগোল বাঁধানোর জন্য বিরোধীরা তাদের উসকানি দিয়েছে বলেই দাবি করা হয়েছে। তাঁদের কথায়, সেটা না হলে ওনাদের যদি লকেট চট্টোপাধ্যায়কে নিজেদের পুজোয় নিয়ে যাওয়ার কথা মনে হত তাহলে আগে থেকে জানাত। কিন্তু, সেসব কিছু না জানানোয় অযথা ঝামেলা করার জন্যই এরকম করা হয়েছে বলেই মনে করছেন তাঁরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!