এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের শেষ প্রান্তে এসে এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূলের হেভিওয়েট নেত্রী, তীব্র চাঞ্চল্য তৃণমূল শিবিরে

নির্বাচনের শেষ প্রান্তে এসে এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূলের হেভিওয়েট নেত্রী, তীব্র চাঞ্চল্য তৃণমূল শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার দ্বিতীয় দফা শুরু হয়েছে লাগাতার হারে। এ রাজ্যেও করোনা সংক্রমণ বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। এর মধ্যেই রাজ্য জুড়ে চলছে বিধানসভা নির্বাচন। আগামী পরশু দিন এরপর আরো তিন দফা নির্বাচন বাকি থাকবে। এই অবস্থায় প্রচারের শেষ লগ্নে জেলায় জেলায় প্রত্যেকটি রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে।

তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলা ঘুরে প্রচার চালাচ্ছেন। এই অবস্থায় নতুন বিপত্তি তৃণমূল শিবিরে। বুধবার মালদহের চাঁচোলের তুলসিহাটার দলীয় প্রার্থীর হয়ে প্রচার কর্মসূচী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই সেই সভায় যারা উপস্থিত হবেন, তাঁদের করোনা বিধি মেনে টেস্ট করানো বাধ্যতামূলক।

আর সেই টেস্ট করাতে গিয়ে দেখা যাচ্ছে জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর করোনা আক্রান্ত হয়েছেন। ফলস্বরূপ তিনি বুধবার তৃণমূল নেত্রীর সভায় উপস্থিত থাকতে পারবেন না বলে মনে করা হচ্ছে। গত বছরেও তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার আরো একবার করোনা আক্রান্ত হলেন তিনি।

যদিও অন্যান্যরা যারা ঐ সভায় উপস্থিত থাকতে চলেছেন তাঁরা করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এবারে করোনা দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। সেরে উঠলেও অনেকেই আবার আক্রান্ত হচ্ছেন করোনায়। পাশাপাশি, আবার অনেকেই টিকা নিলেও ছাড় পাচ্ছেন না করোনার হাত থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বছরের পর আবার নতুন করে করোনা আক্রান্ত হওয়ায় মৌসম বেনজির নূর বর্তমানে কোতোয়ালি ভবনে হোম আইসোলেশনে রয়েছেন। নির্বাচনের শেষপ্রান্তে এসে তৃণমূলের একজন বিশ্বস্ত সৈনিক এভাবে করোনা আক্রান্ত হওয়ায় যে বড়োসড়ো ধাক্কা লাগল তা এককথায় বলে দেওয়া যায়। একে নির্বাচন, তার ওপর করোনা, দুইয়ের ধাক্কা সামলাতে দফায় দফায় বৈঠকে বসছে রাজ্য সরকার।

ইতিমধ্যে সরকারি হাসপাতালগুলোতে কোভিড বেড বাড়ানো হয়েছে, সেফহোম চালু করা হয়েছে। বেশকিছু হাসপাতালকে করোনা হাসপাতাল বলে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে নির্বাচনী জনসভা এবং প্রচারে কাটছাঁট করছে প্রায় প্রতিটি দল।

তবে এর মধ্যেই একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব করোনা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হেভিওয়েট তৃণমূল নেতা নান্নু হোসেন মারা গিয়েছেন। পাশাপাশি বামেদের দুই নেতা মারা গিয়েছেন। এই অবস্থায় মৌসম বেনজির নূর করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে  প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে লকডাউন এই মুহূর্তে হচ্ছেনা বলে তিনি জানিয়েছেন। আপাতত করোনা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আতঙ্ক আবার দ্বিগুণভাবে বেড়ে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!