এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নির্বাচনের আগে গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী, উত্তেজনা মালদায়!

নির্বাচনের আগে গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী, উত্তেজনা মালদায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে। বাকি রয়েছে আরও তিন দফার নির্বাচন। সামনের দিনগুলোতে প্রতিটি দফায় যাতে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হয়, তার জন্য তৎপর নির্বাচন কমিশন। কিন্তু ভোট-পরবর্তী হিংসা যেমন অব্যহত, ঠিক তেমনই নির্বাচনের আগে এবার বড়সড় ঘটনা ঘটে গেল মালদহে। যেখানে রবিবার রাতে গুলিবিদ্ধ হলেন মালদহের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা।

জানা গেছে, এদিন সন্ধ্যায় একটি সভায় বক্তব্য রাখছিলেন তিনি। আর সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিজেপি প্রার্থীকে। স্বাভাবিক ভাবেই নির্বাচনের আগে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে এই ধরনের গুলি ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমত উত্তেজনা ছড়িয়েছে গোটা জেলাজুড়ে।

বস্তুত, আগামী 29 এপ্রিল শেষ দফায় মালদাহ বিধানসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। আর তার প্রচার উপলক্ষে পুরাতন মালদহের সাহাপুর এলাকায় একটি সভা করছিলেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। আর তখনই সেখানে দুআ অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলি চালিয়ে দেন। স্বাভাবিক ভাবেই বিজেপি প্রার্থীর উদ্দেশ্য গুলি চালানোয় মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সাথে সাথেই সেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর সেই বিজেপি প্রার্থীকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু কে বা কারা এই গুলি চালালো? এর সঙ্গে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে! এখন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে গোটা জেলা জুড়ে।

নির্বাচনের মরসুমে যে এই ধরনের ঘটনা সত্যি নজিরবিহীন, তা বলাই যায়। ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মালদহ জেলা বিজেপির সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল। এদিন তিনি বলেন, “এই ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দায়ী।” যদিও বা তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।

তবে যে যাই বলুন না কেন, ঠিক নির্বাচনের আগে প্রচার করতে গিয়ে যেভাবে বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হল এবং তিনি আহত হলেন, তাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহ বিধানসভা কেন্দ্রে। নির্বাচনের আগেই যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে নির্বাচন চলাকালীন পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!