এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের আগে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে উত্তপ্ত আসানসোল, শুরু তরজা!

নির্বাচনের আগে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে উত্তপ্ত আসানসোল, শুরু তরজা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আক্রমণ, প্রতি আক্রমণ এখন কার্যত স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে এবার রাতের অন্ধকারে বিজেপির পোস্টার-ব্যানার ছেড়াকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আসানসোলের রানিগঞ্জ এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির পক্ষ থেকে “আর নয় অন্যায়” কর্মসূচি করা হচ্ছে। আর সেই কর্মসূচির অংশ হিসেবে আসানসোলে রানিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে পোস্টার এবং ব্যানার লাগানো হয়। কিন্তু এদিন বিজেপি নেতা কর্মীরা দেখতে পান যে, কেউ বা কারা সেটা ছিড়ে দিয়েছে। আর তারপরই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা মনোজ ওঝা বলেন, “রাতের অন্ধকারে আমাদের দলের পোস্টার এবং ব্যানার ছিড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস‌। আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। সেই কারণেই তারা এই সমস্ত কাজ করছে।” যদিও বিজেপির তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রানীগঞ্জ ব্লক তৃণমূলের সহ-সভাপতি জ্যোতি সিং বলেন, “শিল্পাঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। প্রচার পাওয়ার জন্য নিজেরাই পোস্টার ছিঁড়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি।” স্বাভাবিকভাবেই এই তরজা এখন রীতিমত বিধানসভা নির্বাচনের আগে দুই রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

পর্যবেক্ষকদের একাংশ বলেছেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসবে, ততই এই ধরণের ঘটনা ঘটতে শুরু করবে। ভোটবাক্সে শেষ পর্যন্ত কারা শেষ হাসি হাসবে, তা সময়েই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যেভাবে বর্তমানে পোস্টার ফেস্টুন ছেড়া থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তৃণমূল এবং বিজিপির তরজা শুরু হয়েছে, তাতে পরিস্থিতি নির্বাচন আসলে আরও উত্তপ্ত হয়ে উঠবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!