এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নো ভোট টু বিজেপি” বলতেই মমতাকে সপাটে জবাব শুভেন্দুর! জেনে নিন!

“নো ভোট টু বিজেপি” বলতেই মমতাকে সপাটে জবাব শুভেন্দুর! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মঙ্গলবার দিল্লি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে “নো ভোট টু বিজেপি” বলে আওয়াজ তুলেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয় নিয়েই বাংলার মুখ্যমন্ত্রীকে সপাটে জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করলেন, নো ভোট টু বিজেপি নয়, মানুষ নো ভোট টু মমতা করবে। শুধু তাই নয়, কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর রাজ্যে সাগরদিঘী উপনির্বাচনে যেভাবে তৃণমূলের পরাজয় রয়েছে, আগামী দিনে সেই একই পরাজয়ের সম্মুখীন হতে হবে শাসকদলকে বলেও দাবি করলেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন এগরায় বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। যার নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। আর সেই কর্মসূচির পরেই নবান্নে দিল্লি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে কটাক্ষ প্রসঙ্গে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, “মানুষ এবার নো ভোট টু মমতা করবে। বিপুল অর্থ উদ্ধার হওয়ার পর কেন্দ্রীয় পুলিশ দিয়ে রাজ্যে একটা মাত্র সাগরদিঘী উপনির্বাচন হয়েছে। সেখানেই আপনারা দেখে নিয়েছেন, কিভাবে তৃণমূল সাফ হয়ে গিয়েছে। আগামী দিনেও পঞ্চায়েত এবং লোকসভায় তৃণমূল সাফ হয়ে যাবে।”

বিশেষজ্ঞদের মতে, এ যেন মুখের মত জবাব পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্ন থেকে দুই মুখ্যমন্ত্রীকে নিয়ে আওয়াজ তুললেন, নো ভোট টু বিজেপি। কিন্তু মানুষের মাঝে থেকে যেভাবে শুভেন্দু অধিকারী নো ভোট টু মমতা বলার সাথে সাথেই সাধারণ মানুষ সহ বিজেপি নেতাকর্মীরা তাকে সমর্থন জানালেন, তাতে পাল্লা যে শুভেন্দুবাবু এবং বিজেপির দিকে অনেকটাই ভারী, তাতে দ্বিমত নেই বিশেষজ্ঞদের। যদিও বা কি হবে, সেটা ভোটবাক্স খোলার পরেই স্পষ্ট হয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!