নোয়াপাড়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার প্রাথমিক ওপিনিয়ন পোল বিশেষ খবর রাজ্য December 29, 2017 সদ্য গতকাল নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কোনো রাজনৈতিক দলই এখনো তাঁদের প্রার্থী ঘোষণা করেনি। সবং নির্বাচনের পরবর্তী সময়ে প্রিয় বন্ধু মিডিয়ার তরফে নোয়াপাড়াতে একদফা প্রাথমিক ভোট পূর্বর্তী সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষা কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে নয়, বরং নোয়াপাড়াবাসী আসন্ন উপনির্বাচন নিয়ে কি ভাবছেন সেই জনমতের প্রতিফলনকে তুলে আনার চেষ্টা মাত্র। এই সমীক্ষায় আমরা ধরে নিয়েছি চার প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি ও কংগ্রেস এখানে আলাদা আলাদা ভাবে লড়াই করবে। সেই সমীক্ষা অনুযায়ী কি হতে পারে নোয়াপাড়ার চিত্র, আসুন একনজরে দেখে নেওয়া যাক। আমাদের সমীক্ষা অনুযায়ী এই প্রাথমিক ওপিনিয়ন পোল অনুযায়ী প্রাপ্ত ভোট শতাংশ হতে পারে এইরকম – আরও পড়ুন – উলুবেড়িয়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার প্রাথমিক ওপিনিয়ন পোল তৃণমূল কংগ্রেস – ৪৩% বিজেপি – ২৬% বামফ্রন্ট – ২৪% কংগ্রেস – ৫% অন্যান্য – ১% নোটা – ১% আরও পড়ুন – নোয়াপাড়া ও উলুবেড়িয়া উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় চমক দিল তৃণমূল কংগ্রেস আপনার মতামত জানান -