এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘ক্লাবগুলোকে ছাড় দেওয়া বিদ্যুতের মাসুল গুণতে হবে জনগণকে।’ ! অনুদান নিয়ে বিস্ফোরক দীলিপ!

‘ক্লাবগুলোকে ছাড় দেওয়া বিদ্যুতের মাসুল গুণতে হবে জনগণকে।’ ! অনুদান নিয়ে বিস্ফোরক দীলিপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবারই পুজোয় ক্লাবেদের অনুদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তবে এবার মাননীয়া মুখ্যমন্ত্রী গত বছের তুলনায় অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানান , এদিন তিনি বলেন আগের থেকে সেই অনুদানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা।আর এই ঘোষণার পর থেকে সমালোচনা শুরু করেছে বিরোধীরা ।

আর এমত পরিস্থিতিতে এবার রাজ্যের এই অনুদান প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দীলিপ ঘোষ। এদিন তিনি মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান ঘোষণা প্রসঙ্গে তীব্র আক্রমণ করে বলেন দুর্নীতি থেকে নজর ঘোরাতেই দান খয়রাতি করে চলছেন মুখ্যমন্ত্রী‌।  সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন,‌ ‘রাজ্যের মানুষ ৫০০ টাকা নিয়েই খুশি। পার্থ-কেষ্টর নাম কে মনে রাখবে?পুজোয় ক্লাবগুলিকে ছাড় দেওয়া বিদ্যুতের মাসুল গুণতে হবে জনগণকে।’  স্বভাবতঃই এই দিন দিলীপ  তার বক্তব্যের মাধ্যমে বলতে চাইলেন এই ভাবে বিভিন্ন খাতে দান খয়রাতির মাধ্যমে যে বিপুল অর্থের ব্যায় করছে তাতে সাধারণ মানুষকেই তার মাসুল গুনতে হবে বলে মন্তব্য করলেন তিনি ।তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!